BJP Poster: ‘মুছে ফেলো দিদির নাম, লিখে ফেলো মোদীর নাম’, আচমকা রাস্তায় এমন পোস্টার কেন বিজেপি-র ?
West Bengal: দ্রুত পঞ্চায়েতগুলির বিভিন্ন প্রকল্পের সাইনবোর্ডে বাংলা নাম তুলে কেন্দ্রের দেওয়া নাম ব্যবহার না করলে আগামী দিনে পঞ্চায়েতে-পঞ্চায়েতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপিন নেতৃত্ব।
বাঁকুড়া: ‘মুছে ফেলো দিদির নাম, লিখে ফেলো মোদীর নাম’ ঠিক এই রকমই স্লোগান তুলল বিজেপি। শুধু তাই নয়, বাংলা নাম ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী লেখা পোস্টার সাঁটাল বিজেপি নেতৃত্ব।
আবারও প্রকল্পের নাম নিয়ে বিতর্ক দেখা দিল বাঁকুড়ার রাজনৈতিক মহলে। এবার রাস্তার পাশে থাকা রাস্তা তৈরির প্রকল্পের সাইন বোর্ডে বাংলা শব্দ ঢাকা দিয়ে সেখানে প্রধানমন্ত্রী লেখা পোস্টার সাঁটালেন দিলেন বিজেপি নেতৃত্ব । বিজেপির জেলা নেতৃত্বের তরফে স্লোগান তোলা হল, ‘মুছে ফেলো দিদির নাম, লিখে ফেল মোদীর নাম’
দ্রুত পঞ্চায়েতগুলির বিভিন্ন প্রকল্পের সাইনবোর্ডে বাংলা নাম তুলে কেন্দ্রের দেওয়া নাম ব্যবহার না করলে আগামী দিনে পঞ্চায়েতে-পঞ্চায়েতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে নোংরা রাজনীতি করছে বিজেপি।
সূত্রের খবর, দিন দুই আগের ঘটনা। সেখানে বাঁকুড়া দু’নম্বর ব্লকের তিলাবেদ্যা গ্রামে হাজির হয়ে সরকারি প্রকল্পে পাওয়া একাধিক বাড়ির সাইনবোর্ডে বাংলার আবাস যোজনা লেখা ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা কাগজ সাঁটিয়ে দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার বাঁকুড়ার তালডাংরা বিধানসভার হাঁসাপাথর থেকে চেঁচুড়িয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার নবনির্মীত রাস্তার পাশে থাকা সাইনবোর্ডে বাংলা শব্দ ঢাকা দিয়ে প্রধানমন্ত্রী লেখা কাগজ সাঁটিয়ে দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল।
এ দিন, ওই এলাকায় অন্যান্য বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ‘মুছে ফেলো দিদির নাম, লিখে ফেলো মোদীর নাম’ এই স্লোগান তুলে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান তাঁরা। পরে বিজেপির জেলা সভাপতি বলেন, ‘কেন্দ্রের দেওয়া প্রকল্প রাজ্য সরকার জোর করে বাংলার বলে চালাচ্ছে। এমনটা হতে দেওয়া যায় না। পঞ্চায়েতগুলি স্বেচ্ছায় প্রকল্পের সাইনবোর্ডে নাম বদল না করলে প্রতিটি পঞ্চায়েতে আন্দোলনে নামবে বিজেপি।’
তৃণমূলের দাবি বিধানসভা ও পুরসভায় গোহারা হেরে বিজেপি নোংরা রাজনীতি করে পঞ্চায়েতের আগে অশান্তি পাকানোর চেষ্টা করছে। মানুষ এর যোগ্য জবাব দেবে।