Bankura : পুলিশের চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ল দম্পতি! ছিঁড়ল উর্দিও

Bankura : আজ সকালে পুলিশ বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয় কুন্ডুকে বুঝিয়ে বিদ্যুতের খুঁটি বদলের কাজ করাতে যান। তখন পুলিশের সঙ্গে বচসা বাধে মৃত্যুঞ্জয় কুন্ডু ও তাঁর স্ত্রী সুষমা কুন্ডুর।

Bankura : পুলিশের চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ল দম্পতি! ছিঁড়ল উর্দিও
অভিযুক্ত দম্পতিকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 6:55 PM

বাঁকুড়া : কর্তব্যরত পুলিশকর্মীদের চোখে নুন-লঙ্কার গুঁড়ো (Chilli powder) ছিটিয়ে ধাক্কাধাক্কি ও পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। গ্রেফতার করা হল এক দম্পতিকে। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার খড়বোনা গ্রামে। ধৃত দম্পতিকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত ধৃত দু’জনকেই ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

ঘটনার সূত্রপাত সোমবার বিকালে। কালবৈশাখীর ঝড়ে খড়বোনা এলাকায় হাইটেনশন বিদ্যুৎবাহী তারে গন্ডগোল হয়। এর জেরে এলাকার তিনটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি জানার পরই বিদ্যুৎ দফতরের কর্মীরা দেখেন খড়বোনা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় কুন্ডুর জায়গায় থাকা কাঠের একটি পুরনো বিদ্যুতের খুঁটিতে সমস্যা রয়েছে। দ্রুত সেই কাঠের খুঁটির বদলে কংক্রিটের খুঁটি বসানোর চেষ্টা করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। অভিযোগ, সেই সময় মৃত্যুঞ্জয় কুন্ডু বাধা দিলে বিষয়টি ছাতনা থানায় জানায় বিদ্যুৎ দফতর।

আজ সকালে পুলিশ বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয় কুন্ডুকে বুঝিয়ে বিদ্যুতের খুঁটি বদলের কাজ করাতে যান। তখন পুলিশের সঙ্গে বচসা বাধে মৃত্যুঞ্জয় কুন্ডু ও তাঁর স্ত্রী সুষমা কুন্ডুর। অভিযোগ, আচমকা পুলিশের চোখে নুন ও লঙ্কার গুঁড়ো ছেটান ওই দম্পতি। পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি করেন। ঘটনায় এক পুলিশ আধিকারিকের পোশাক ছিঁড়ে যায়। এক পুলিশকর্মীর শরীরে আঘাত লাগে। এরপরই আরও পুলিশ গিয়ে অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করে।

man arrested

ধৃত মৃত্যুঞ্জয় কুন্ডু

ধৃত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কুন্ডু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে বলে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হলেন। স্থানীয় তৃণমূল নেতারা অবশ্য তাঁর অভিযোগ অস্বীকার করেছেন। ওই ব্যবসায়ীকে বোঝানো সত্ত্বেও তিনি কোনও কথা শুনতে চাননি বলে দাবি করেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কুন্ডু।