TMC-BJP: তৃণমূলের মদতে বিজেপি-র পদে রদবদল? তুমুল হইচই

Bankura BJP Chaos: বেশ কিছুদিন আগেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি বদল করে রাজ্য। এর কয়েকমাস যেতে না যেতেই সম্প্রতি ন'টি মণ্ডলে-মণ্ডলে সভাপতি বদল করে জেলা নেতৃত্ব। আর এই রদবদল হতেই রীতিমত ক্ষোভ ছড়াতে শুরু করে বিভিন্ন মণ্ডলে। তার মধ্যে অন্যতম বড়জোড়া ২ নম্বর মণ্ডল।

TMC-BJP: তৃণমূলের মদতে বিজেপি-র পদে রদবদল? তুমুল হইচই
বিজেপির অন্দরে হইচইImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 11:12 AM

বিষ্ণুপুর: এবার বিজেপির মন্ডল সভাপতি বদলকে ঘিরে দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভ প্রকাশ্যে চলে এল। সম্প্রতি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ৯ টি মণ্ডল সভাপতি বদলকে ঘিরে দলের অন্দরে ক্ষোভ ছড়ায়। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে বড়জোড়া ২ নম্বর মণ্ডলে। প্রকাশ্যেই অপসারিত মণ্ডল সভাপতি দলের জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

বেশ কিছুদিন আগেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলা সভাপতি বদল করে রাজ্য। এর কয়েকমাস যেতে না যেতেই সম্প্রতি ন’টি মণ্ডলে-মণ্ডলে সভাপতি বদল করে জেলা নেতৃত্ব। আর এই রদবদল হতেই রীতিমত ক্ষোভ ছড়াতে শুরু করে বিভিন্ন মণ্ডলে। তার মধ্যে অন্যতম বড়জোড়া ২ নম্বর মণ্ডল।

বড়জোড়া ২ নম্বর মণ্ডলে এতদিন সভাপতির দায়িত্বে ছিলেন গৌতম মণ্ডল। সম্প্রতি তাঁকে সরিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হয় দেবজিৎ নাগকে। অপসারিত মণ্ডল সভাপতির অভিযোগ, টাকার বিনিময়ে তৃণমূলের যোগসাজসে এই রদবদল ঘটানো হয়েছে। গোটা ঘটনায় তাঁরা অভিযোগের আঙুল তুলেছেন খোদ জেলা সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে। এর প্রভাব আগামী লোকসভা নির্বাচনে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অপসারিত মণ্ডল সভাপতি।

নতুন দায়িত্ব প্রাপ্ত মণ্ডল সভাপতি দেবজিৎ নাগ জানিয়েছেন, দলের জেলা ও রাজ্য নেতৃত্ব তাঁকে দায়িত্ব দিয়েছে। কারো সমস্যা থাকলে তিনি দলকে জানাতে পারেন। দলের জেলা সভাপতি অবশ্য দলের অন্দরের এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা বলেছেন, রদবদলে কারোর অভিযোগ থাকলে তিনি দলীয় নেতৃত্বকে জানাতে পারেন।

অপরদিকে, তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বলেছেন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাড়বে বিজেপির এই গোষ্ঠীকোন্দল। একই সঙ্গে বিক্ষুব্ধদের তৃণমূলে আহ্বান জানিয়েছেন তিনি।