Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Municipal Election: প্রেম দিবসে কোথাও ফুটবল খেলে আবার কোথাও বাড়িতে গোলাপ দিয়ে প্রচার তৃণমূলের!

Bengal Municipal Election 2022: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের আরও ১০৮ টি পুরসভায় নির্বাচন। সেই নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া শাসক শিবির।

Bankura Municipal Election: প্রেম দিবসে কোথাও ফুটবল খেলে আবার কোথাও বাড়িতে গোলাপ দিয়ে প্রচার তৃণমূলের!
গোলাপ দিয়ে প্রচার তৃণমূল প্রার্থীর (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 2:54 PM

বাঁকুড়া: ইতিমধ্যে চার পুরসভার ভোট শেষ হয়ে গিয়েছে। ফল ঘোষণাও হয়ে গিয়েছে সোমবার। তবে এখনও বাকি আছে রাজ্যের আরও চারটি পুরসভার ভোট। সেই কারণে জমিয়ে প্রচার চালাচ্ছে শাসক থেকে বিরোধী সবপক্ষই। এদিন আবার শাসকদলের প্রচারে দেখা গেল অন্য রকম নজির। কোথাও বাড়ি-বাড়ি ঘুরে, কোথাও আবার গোলাপ দিয়ে, কোথাও ফুটবল খেলে জোর কদমে তৃণমূলের প্রচার শুরু বাঁকুড়ায়।

চার পুরনিগমে ভোটের ফলাফল ঘোষণা হতেই বাঁকুড়া জেলার তিনটি পুরসভাতেই জোরকদমে প্রচার শুরু করল তৃণমূল। কোথাও ভ্যালেন্টাইন দিবসে বাড়ি-বাড়ি ঘুরে গোলাপ দিয়ে আবার কোথাও খেলা হবে স্লোগানে তাল মিলিয়ে ফুটবল খেলে কোমর বেঁধে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থীরা।

বস্তুত, এদিন রাজ্যের চার পুরনিগমের ভোটের ফলাফলে সবুজ ঝড়ে ধুয়ে মুছে সাফ বিরোধীরা। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের আরও ১০৮ টি পুরসভায় নির্বাচন। সেই নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া শাসক শিবির। সেই লক্ষ নিয়েই আজ বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুরসভার দলীয় প্রর্থীদের প্রচারে কোমর বেঁধে নামল ঘাসফুল শিবির। ভ্যালেন্টাইন-ডে উপলক্ষে এদিন সকালে বিষ্ণুপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় হাতে গোলাপ ফুল নিয়ে ঘুরলেন ভোটারদের বাড়ি-বাড়ি। অনুরোধ জানালেন তাঁর পক্ষে ভোটদানের। এদিকে প্রিয়াঙ্কা বলেন, “আজ ১৪ই  ফেব্রুয়ারি প্রেম দিবস। সেই কারণে আমি ভালোবাসার শুভেচ্ছা দিয়ে একটাই অনুরোধ করলাম আমায় ভোট দিয়ে জয়যুক্ত করলাম। মানুষের ভালো সাড়া পাচ্ছি। ”

অন্যদিকে, বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন সকালে বাঁকুড়ার মাচানতলায় কেন্দ্রীয় ভাবে সভার আয়োজন করে তৃণমূল। সভা শুরুর আগে পার্শ্ববর্তী বঙ্গ বিদ্যালয়ের মাঠে হাতে ফুটবল নিয়ে ‘খেলা হবে’  গানের মধ্য দিয়ে প্রচার শুরু করেন। চার পুরনিগমের ভালো ফলাফল কর্মীদের প্রচারে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে দাবি নেতৃত্বের। এই বিষয়ে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, “উন্নয়নের খেলা হচ্ছে। আজকে চারটে পুরসভার জয় হয়েছে। অপপ্রচারের জয় হয়েছে। তাই আমরা উন্নয়নের খেলার জন্য নেমেছি।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা