‘কেউ মনোনয়ন দিতে এলে আর ফিরবে না’, কেষ্টর গড়ে হুঁশিয়ারি তৃণমূল নেতার
গত পঞ্চায়েত নির্বাচনেও মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
বোলপুর: গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ছিল বিরোধীদের। এ বার ফের সেই পঞ্চায়েত নির্বাচন নিয়েই প্রকাশ্যে হুঁশিয়ারি তৃনমূল নেতার। ‘পঞ্চায়েত নির্বাচনে অন্য কেউ নমিনেশন জমা দিতে গেলে সে আর ফিরে আসবে না’, মঞ্চে দাঁড়িয়ে বিধায়কের সামনে এমনই হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান। মঞ্চে তখন উপস্থিত ছিলেন লাভপুর কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ।
বীরভূম জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছিল তৃনমূল কংগ্রেস৷ তার আগেই অনুব্রত মন্ডল বলেছিলেন, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে।’ এরপরেই শুরু হয়েছিল নানা বিতর্ক। বিরোধীদের নমিনেশনই দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। এ বার সেই নির্বাচন আসার অনেক আগেই জুড়ল বিতর্ক। আজ সোমবার বীরভূমের লাভপুরের দারকা গ্রামে বিধায়কের সংবর্ধনা ও বেশ কয়েকজনের তৃণমূলে যোগ দেওয়ার অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে বিধায়কের সামনেই হুমকি দিতে শোনা গেল বীরভূম জেলা তৃনমূলের সহ সভাপতি আব্দুল মান্নানকে।
তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আর কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে একজনই প্রার্থী যাবে। আর কোনও বিরোধী যদি নমিনেশন ফাইল করতে যায়, তাহলে সে আর লাভপুর থেকে ফিরে যেতে পারবে না।’
অন্যদিকে, বীরভূমের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘যে দল গণতন্ত্রকে ধ্বংস করে, সেই দলের নেতা উর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার জন্য এই ধরনের কথা বলবেই।’ তবে তাঁর দাবি, এ সব করে তৃণমূলের খুব একটা লাভ হবে না। তিনি বলেন, ‘গত পঞ্চায়েতেও এমনটা করেছিল তৃণমূল, তারপরও বিজেপি এ রাজ্যে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। তাই ওরা যা করার করুক, মানুষ তার ব্যবস্থা নেবে। আরও পড়ুন: ‘ভ্যাকসিন নিতে কেন লাইনে বৃদ্ধরা?’ টিকা নিয়ে হাইকোর্টের তোপের মুখে রাজ্য