WB Panchayat Polls 2023: প্রার্থীই দিতে পারল না বিরোধীরা, ‘কেষ্ট-হীন’ বীরভূমে মনোনয়ন দিয়েই জয়োচ্ছ্বাসে তৃণমূল

WB Panchayat Polls 2023: নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েক জায়গায় জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। জানা গিয়েছে, সিউড়ি ২ ব্লকের ৬টি পঞ্চায়েতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দখল করতে চলেছে।

WB Panchayat Polls 2023: প্রার্থীই দিতে পারল না বিরোধীরা, 'কেষ্ট-হীন' বীরভূমে মনোনয়ন দিয়েই জয়োচ্ছ্বাসে তৃণমূল
বীরভূমে তৃণমূলের জয়োচ্ছ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 12:56 PM

বীরভূম: প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। বীরভূমের ১৬৭ টি পঞ্চায়েতের মধ্যে বিরোধীদের মনোনয়ন জমা না পড়ায় পঞ্চায়েত নির্বাচনের আগেই ৩২টি পঞ্চায়েত দখলের পথে শাসকদল। ফের এই পঞ্চায়েতগুলির নিয়ন্ত্রণ হাতে পেতে চলেছেন ঘাসফুল প্রার্থীরা। মনোনয়নপর্ব শেষ। নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েক জায়গায় জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। জানা গিয়েছে, সিউড়ি ২ ব্লকের ৬টি পঞ্চায়েতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দখল করতে চলেছে। মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর পঞ্চায়েতে বেশিরভাগ আসনেই বিরোধী নেই। সেক্ষেত্রে বাকি আসনে ভোট হলেও শাসকদল পঞ্চায়েত বোর্ড দখল করবে। প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। বীরভূমের ১৬৭ টি পঞ্চায়েতের মধ্যে বিরোধীদের মনোনয়ন জমা না পড়ায় পঞ্চায়েত নির্বাচনের আগেই ৩২টি পঞ্চায়েত দখলের পথে শাসকদল। ফের এই পঞ্চায়েতগুলির নিয়ন্ত্রণ হাতে পেতে চলেছেন ঘাসফুল প্রার্থীরা।

মনোনয়নপর্ব শেষ। নির্বাচনী প্রক্রিয়া শেষ হতেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েক জায়গায় জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। জানা গিয়েছে, সিউড়ি ২ ব্লকের ৬টি পঞ্চায়েতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল দখল করতে চলেছে। মাড়গ্রাম ১ ও মাড়গ্রাম ২ নম্বর পঞ্চায়েতে বেশিরভাগ আসনেই বিরোধী নেই। সেক্ষেত্রে বাকি আসনে ভোট হলেও শাসকদল পঞ্চায়েত বোর্ড দখল করবে।

পাশাপাশি নানুর ব্লকের ৮টি, লাভপুরের ৯টি, বোলপুরের ৫টি, ইলামবাজারের ২টি পঞ্চায়েত দখল নিতে চলেছে তৃণমূল। ইলামবাজারের সির্সা ও বাতিকার পঞ্চায়েত দুটিতে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা পড়েছে। এছাড়াও নানুরের ইন্দাস ১, ইন্দাস ২ ও দাসকলগ্রামে লড়াই হবে। একইভাবে লাভপুরের হাতিয়া আর চৌহাট্টা মহদরী ২ নম্বর এলাকায় লড়াই হবে। অর্থাৎ সেখানে প্রার্থী দিতে পেরেছেন বিরোধীরা।

তবে বোলপুর মহকুমার সিংহভাগ আসনই এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের দখলে এসে গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, এখন থেকেই শাসকদলের কর্মী, সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়ে গিয়েছে। কোথাও আবার এখনই উড়ছে সবুজ আবির।

বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের প্রায় ৪৬ শতাংশ আসনে প্রার্থীই নেই। বীরভূমের বিজেপির দুই সাংগঠনিক জেলার অবস্থা একই রকম। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বীরভূমে ২৮৫৯টি পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপির হয়ে মনোনয়ন জমা হয়েছে ১৫৬৩ টি। ৪৯০ টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যেও প্রায় ২১ শতাংশ আসনে মনোনয়ন জমা করতে পারেনি তারা।