Cooch Behar: ফের ৯টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য কোচবিহারের ফলিমারিতে

Cooch Behar: এদিন সকাল থেকেই কোচবিহারে লাগাতার অশান্তির ছবি দেখা গিয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভায় বরাহমোটর, কসালডাঙা, জয়গুরু শিশু শিক্ষা কেন্দ্রের বুথে ভোট লুঠের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Cooch Behar: ফের ৯টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য কোচবিহারের ফলিমারিতে
লাগাতার বোমা উদ্ধার Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2024 | 1:31 PM

কোচবিহার: দিনহাটা, ভেটাগুড়ির পর এবার বোমা উদ্ধার কোচবিহারের ফলিমারি গ্রামে। কোচবিহার ১ নম্বর ব্লকের মধ্য ফলিমারি ৪/৩৭ বুথ সংলগ্ন এলাকা থেকে ন’টি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এলাকাবাসীদের অভিযোগ বৃহস্পতিবার রাত থেকেই প্রচুর বোমাবাজি হয়েছে এলাকায়। তারপর দিনের আলো ফুটতেই ন’টি তাজা বোমা দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর যায় পুলিশে। পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। 

এদিন সকাল থেকেই কোচবিহারে লাগাতার অশান্তির ছবি দেখা গিয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভায় বরাহমোটর, কসালডাঙা, জয়গুরু শিশু শিক্ষা কেন্দ্রের বুথে ভোট লুঠের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আবার রুইয়াকুঠিতে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তেজনা ছড়ায় এলাকায়। তপ্ত হয়েছে শীতলকুচিও। শীতলকুচির গিরিয়াকুঠিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের বালেশ্বরেও বুথ জ্যামের অভিযোগ সামনে এসেছে। 

এদিকে ভোট শুরুর ৬ ঘণ্টার মধ্যেই অভিযোগের পাহাড় নির্বাচন কমিশনে। ১২টা পর্যন্ত ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। শুধুমাত্র কোচবিহার থেকেই অভিযোগ এসেছে ১৭২টি। সেখানে আলিপুরদুয়ার থেকে আসা অভিযোগের সংখ্যা ১৩৫। জলপাইগুড়ি থেকে এসেছে ৭৬টি অভিযোগ। শুধু কমিশন নয়। গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে রাজভবনেও।