Money recover: নৌসেনার আধিকারিক পরিচয় দেওয়া ব্যক্তির ব্যাগ খুলেই চোখ কপালে পুলিশের!
Coochbehar: কিন্তু শেষমেশ কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে! নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সেই চালক।
কোচবিহার: ‘আমি নৌসেনার ক্যাপ্টেন, একটি গাড়ি ভাড়া চাই’ ড্রাইভার কে সে বলল লোকটা। সেনার প্রতি শ্রদ্ধাশীল নয় এমন কে আছে? কেউ না। তাই এক কথায় গাড়ি ভাড়া দিতে রাজি হয়ে যান ওই চালক। সেনা আধিকারিক সওয়ারি, তাই প্রথমে মনের অন্দরে রোমাঞ্চ খেলে গিয়েছিল। কিন্তু শেষমেশ কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে! নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সেই চালক।
ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। কোচবিহার জেলার বাংলা-অসম সীমান্ত লাগোয়া একটি এলাকা শ্রীরামপুর। লবীলাল লেম্বু নামে সিকিমের এক ব্যক্তি লক্ষ্মীমপুর থেকে গোঁসাইগাঁও আসেন। হাতে একটি মাঝারি মাপের ব্যাগ। সেখানেই তিনি ভাড়া করেন গাড়িটি। চালককে বলেন সিকিম যাবেন তিনি। তবে তার আগে নিজেকে নৌসেনার ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিয়ে দিয়েছিল লবীলাল লেম্বু। এমনকী সে জানায়, তার কাছে রয়েছে মেডেল সহ ভারতীয় নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।
এ দিকে, অসম-বাংলা সীমান্তে একটি পেট্রোল পাম্পে তেল ভারতে গিয়ে সন্দেহ হয় গাড়িচালকের। বারবার তার মনে হতে থাকে লোকটি আদতে ভুয়ো। তাই ওই ব্যক্তি খবর দেন স্থানীয় শ্রীরামপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় লবীলালের ব্যাগে। আর তাতেই চক্ষু চড়ম গাছ হয়ে যায় আধিকারিকদের। একে একে সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ১৫ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হয় নৌসেনার মেডেল ও বেশ কিছু নথিপত্র। তখনই ওই ব্যক্তিকে আটক করে শ্রীরামপুর থানার পুলিশ। আপাতত তার পরিচয় খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। উৎস সন্ধান করা হচ্ছে উদ্ধার হওয়া জাল নোটের। কী উদ্দেশ্য ওই জল নোট নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।