Cooch Behar: ভাইকে বাঁচাতে গিয়ে নামেন দাদাও, সেফটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু দুই ভাইয়ের

Cooch Behar: দিনহাটা বড়নাচিনা কুটিপাড়া এলাকায় সাদিকুল হক নামের এক ব্যক্তি নিজের বাড়িতে সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন। কাজ করতে গিয়ে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন।

Cooch Behar:  ভাইকে বাঁচাতে গিয়ে নামেন দাদাও, সেফটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু দুই ভাইয়ের
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 2:55 PM

কোচবিহার: ছোট সেপটিক ট্যাঙ্কে ঢুকে অসুস্থ হয়ে পড়েন । ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নামেন দাদাও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিনহাটা বড়নাচিনায়। সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। দিনহাটা বড়নাচিনা কুটিপাড়া এলাকায় সাদিকুল হক নামের এক ব্যক্তি নিজের বাড়িতে সেপটিক ট্যাঙ্কে কাজ করছিলেন। কাজ করতে গিয়ে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। ভাইকে অসুস্থ হয়ে পড়তে দেখে দাদা নবীর হক তাঁকে বাঁচানোর জন্য সেফটিক ট্যাঙ্কে নামেন। তিনিও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন।

চেষ্টা করেও তাঁরা কেউই আর সেফটিক ট্যাঙ্ক থেকে উঠতে পারেন না। দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। পরবর্তীতে দমকলের কর্মীরা সেখানে গিয়ে দুই ভাইকে সেখান থেকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে দু’জনের।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রথমে আমরা গোঙানির শব্দ শুনতে পেয়েছিলাম। কিন্তু শব্দ কোথা থেকে আসছে, সেটাই বুঝতে পারছিলাম না। পরে আমরা খোঁজ শুরু করি। তারপর দেখি সেফটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা। তখন উঁকি দিয়ে দেখি দু’জন ভিতরে পড়ে। আমরা দড়ি ফেলে তাঁদের তোলার চেষ্টা করেছিলাম। দমকলকেও খবর দেওয়া হয়। কিন্তু তার আগেই সব শেষ।”