BSF Jawan : পাচারে বাধা দেওয়ায় হামলা, পাল্টা বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর
BSF Jawan : শনিবার দুপুরে মৃতদেহটি বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে তা হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হিলি : পাচারে বাধা দেওয়ায় বিএসএফ (BSF) জওয়ানের উপর হামলা। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi smuggler)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার কুন্ডুপাড়ায়৷ মৃত বাংলাদেশি পাচারকারীর নাম মহঃ সাহাবুল হোসেন মন্ডল (২৪)। বাড়ি বাংলাদেশের হাকিমপুর ফকিরপাড়ায়। বিএসএফ ওই পাচারকারীর কাছ থেকে প্রায় ৮০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ অন্যান্য নেশার সামগ্রী উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। শনিবার দুপুরে মৃতদেহটি বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে তা হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন বিকেলে হিলি থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ ও বিএসএফ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে হিলি থানার কুন্ডুপাড়ার সীমান্ত এলাকায় টহলরত বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কার্যত চ্যালেঞ্জ জানিয়ে উন্মুক্ত এলাকা দিয়ে নিষিদ্ধ কাফ পাচার করার চেষ্টা করে একটি পাচারকারী দল। নেশার সামগ্রী পাচারে বাধা দিলে বিএসএফের উপর বাঁশ সহ অন্যান্য সামগ্রী দিয়ে হামলা চালানো হয়৷ ঘটনায় বিএসএফ আত্মরক্ষার্থে প্রায় ৪ রাউন্ড গুলি চালায়। বিএসএফের ছোড়া সেই গুলি লাগে ওই পাচারকারীর গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাংলাদেশি পাচারকারীর। এদিকে এই ঘটনায় এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে এদিনই আবার নদিয়ায় চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় ৩৭০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এই ঘটনা একজনকে গ্রেফতার করে পুলিশ। নদিয়ার চাপরা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বোতলগুলি নদিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন ধৃতকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। ধৃত ওই যুবকের নাম রাজু মোদক। তাঁর বাড়ি চাপড়া থানার সুভাষপল্লী পাড়া এলাকায়।