Bus Strike: টোটোর দাপটে যাত্রী মিলছে না, বালুরঘাটে বাস ধর্মঘটে সমস্যায় যাত্রীরা
অবৈধ অটো ও অন্যান্য যান পারমিট ছাড়াই চলছে। যার ফলে বাসগুলি যাত্রী পাচ্ছে না বলে অভিযোগ। সেই প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মঘট চলছে।
বালুরঘাট: বেআইনি টোটোর দৌরাত্ম্যের প্রতিবাদে বাস ধর্মঘট দক্ষিণ দিনাজপুর জেলায়। পূর্ব ঘোষণা মতো রবিবার বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে সমস্ত রুটের বাস চলাচল বন্ধ হয়েছে। এ দিন বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে একটি বাসও চলাচল করেনি। যার ফলে হয়রান হতে হয়েছে যাত্রীদের। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে টোটো বা অটো করে গন্তব্যে পৌঁছচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের তরফে বাস মালিকদের ধর্মঘট তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাস, ট্রেকার ও অন্যান্য বৈধ যানের মালিকরা রবিবার একটি বেসরকারি লজে বসে বৈঠক করেছেন। তাঁরা প্রশাসনের অনুরোধে এখনই সাড়া দিচ্ছেন না বলে জানা গিয়েছে। নিজেদের দাবিতেই আপাতত অনড় থাকছেন তাঁরা। যার ফলে সোমবারও সমস্ত বাস, ট্রেকার সহ যান বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুর জেলায় টোটোর দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ। অবৈধ অটো ও অন্যান্য যান পারমিট ছাড়াই চলছে। যার ফলে বাসগুলি যাত্রী পাচ্ছে না বলে অভিযোগ। সেই প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মঘট চলছে। তিনদিন পেরোলেও সমস্যা মেটাতে ব্যর্থ প্রশাসন। এ বিষয়ে ফুলবাড়ি থেকে আসা পড়ুয়া প্রীতি সরকার বলেছেন, “ফুলবাড়ি থেকে বালুরঘাটে পড়ে এসে আর যেতে পারছি না। সকালে রাতের বাসে করে এলেও বাস চলাচল না করায় বাড়ি যেতে পারছি না।” এ বিষয়ে বাস কর্মী ক্রান্তি সরকার বলেন, “গত শুক্রবার থেকে এই ধর্মঘট চলছে। প্রথম দু’দিন মূলত পকেট রুটে বাস পরিষেবা বন্ধ ছিল। আজ বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে সব রুটের বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট চলবে।”
এ বিষয়ে বালুরঘাট বাস মোটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেছেন, “আজ থেকে সমস্ত বাস ও ট্রেকার সহ বৈধ যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও অবধি প্রশাসনের তরফে কোনও বৈঠকই ডাকা হয়নি। তবে আমরা নিজেরাই বৈঠক করেছি। আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি। যতক্ষণ না পর্যন্ত প্রশাসন বেআইনি যান বাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ততক্ষণ আমরা বাস ধর্মঘট চালু রাখব।”
বাস ধর্মঘট নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “আমরা বাস মালিকদের ধর্মঘট তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন। আজকে সমস্যা না মিটলে বৈঠক ডাকা হবে। বেআইনি টোটোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”