ফাঁড়িকে থানা বানানোর দাবিতে আন্দোলনে রামপুরবাসী
রামপুর থানা গঠন করা হলে তা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এমনটা আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর পুলিশ ফাঁড়িকে থানা করার দাবি ও থানা রামপুরে করার দাবিতে আন্দোলনে নামলেন রামপুর থানা রক্ষা কমিটি।
তপন: রামপুর পুলিশ ফাঁড়িকে থানা করা হবে। জেলা পুলিশের তরফে রাজ্যের কাছে ইতিমধ্যেই এমন প্রস্তাব পাঠানো হয়েছে। তবে রামপুর থানা গঠন করা হলে তা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এমনটা আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর পুলিশ ফাঁড়িকে থানা করার দাবি ও থানা রামপুরে করার দাবিতে আন্দোলনে নামল রামপুর থানা রক্ষা কমিটি। রবিবার দুপুরে এনিয়ে রামপুর থানা রক্ষা কমিটির সদস্যরা রামপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, রামপুর ফাঁড়িকে থানা বানানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। ওই এলাকা থেকে তপন থানা অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে এলাকাবাসীরা সমস্যায় পড়েন। তাই এই দাবি জোরাল হচ্ছে। দ্রুত থানা গঠন ও রামপুরেই নতুন থানা তৈরির দাবিতে গত বুধবার রামপুর থানা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এদিন প্রথমে শতাধিক মানুষ রামপুর পুলিশ ফাঁড়ির সামনে জমায়েত হন এবং নিজেদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এর পর বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের হাতে তাঁদের দাবি লিখিত আকারে তুলে দেন।
এ বিষয়ে থানা রক্ষা কমেটির সম্পাদক সৌমিত্র মোহান্ত বলেছেন, “রামপুর পুলিশ ফাঁড়িকে অবিলম্বে রামপুর থানা ঘোষণা করা এবং চক্রান্ত করে রামপুর থানাকে অন্যত্র স্থানান্তর করা যাবে না, এই দাবিতে আমরা আজ দাবিপত্র দিয়েছি।” অন্যদিকে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেছেন, “রামপুর পুলিশ ফাঁড়িকে থানা করার প্রস্তাব রাজ্যে গিয়েছে। এখনও ঘোষণা হয়নি। পুরো বিষয়টি রাজ্যের হাতে রয়েছে।”