Tapan: গ্রামে পানীয় জলের অভাব, প্রতিবাদে পথে নামলেন মহিলারা
Water Problem: তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার এলাকায় গ্রামের সব নলকূপ বিকল। একমাত্র সোলার সাব মার্সিবল থেকেও মেলে না জল। একাধিকবার জানিয়েও হয়নি লাভ৷ এর প্রতিবাদে এদিন তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মহিলা।
তপন: গ্রামে নেই পানীয় জল। প্রতিবাদে প্রায় ৩ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার এলাকায় হাড়ি কলসি নিয়ে পথ অবরোধ করেন এলাকার মহিলারা। এলাকার মহিলারা তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের কর্তারা। ট্যাঙ্কারে জল পাঠানোর আশ্বাসে প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহার এলাকায় গ্রামের সব নলকূপ বিকল। একমাত্র সোলার সাব মার্সিবল থেকেও মেলে না জল। একাধিকবার জানিয়েও হয়নি লাভ৷ এর প্রতিবাদে এদিন তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মহিলা। রাস্তার ওপর বাঁশ ফেলে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা৷
এবিষয়ে অবরোধকারী গ্রামবাসী পূজা চক্রবর্তী ও নিভা বর্মন বলেন, “দীর্ঘদিন ধরে জল কষ্টে আছি আমরা, গ্রামের সব নলকূপ খারাপ, সোলার চালিত সাব মার্সিবল পাম্প থেকেও জল পাওয়া যায় না, মানুষের বাড়ি থেকে আর কতদিন জল এনে খাব? কয়েক কিমি দূরের গ্রাম থেকে জল আনতে হয়। তাই পানীয় জলের দাবিতে আমরা আজকে পথ অবরোধ করেছি।”
এবিষয়ে তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, “ব্লক থেকে আমাদের অফিসারদের পাঠানো হয়েছিল, শুনলাম গ্রামের নলকূপগুলি খারাপ হয়ে রয়েছে এবং যে সাব মার্সিবল রয়েছে সেটাও নষ্ট হয়ে আছে। পঞ্চায়েতকে দু’দিনের সময় দেওয়া হল ওগুলি সারানোর জন্য, আপাতত এই দুদিন ট্যাঙ্কারে করে জল পাঠানো হবে ওই গ্রামে।”