Siliguri Gold Smuggling: জুতোর মধ্যে পকেট, তার ভিতরই ভরা কোটি টাকার ‘গুপ্তধন’
Darjeeling: শিলিগুড়ির ঘটনা। সেখানে পাচারের ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকরা।
শিলিগুড়ি: সন্দেহ ছিল আগে থেকেই। খবরও ছিল গোয়েন্দাদের কাছেও। সেই মোতাবেক চলল অভিযান। তারপরই চোখ কপালে ওঠার জোগাড়। জুতোর মধ্যে পকেট আর সেই পকেটেই কি না ভরা সোনা? প্রায় কোটি টাকার সোনা ভরা জুতোর পকেটে।
শিলিগুড়ির ঘটনা। সেখানে পাচারের ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকরা। সেই সময় কোটি টাকার সোনা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে তারা। উভয়ই মায়ানমারের বাসিন্দা। ধৃতদের নাম তলামুথাঙ্গা ও ডাল সুয়ান খাই।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে আটক করে চলে তল্লাশি অভিযান। এরপরই তাদের দু’জনের জুতোর সোলের ভিতর থেকে বেরিয়ে আসে ২৯ পিস সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪ কেজি ৮১৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪২ লক্ষ ৯৯ হাজার ৬২৮ টাকা।
গোটা ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকরা দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। শিলিগুড়ি আদালতের আইনজীবী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে ডিআরআই দু’জনকে গ্রেফতার করেছে। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের কাছ থেকে ৪ কিলো ৮১৪ গ্রাম সোনা পাওয়া গিয়েছে। যার বাজার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪২ লক্ষ ৯৯ হাজার ৬২৮ টাকা। তাদের আজকে সিজিএম আদালতে তোলা হয়েছে। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’