CM Mamata Banerjee: আজই পাহাড়ে মমতা-অভিষেক-রাজ্যপাল! সরগরম শিলিগুড়ি
Mamata Banerjee: বিগত কয়েকদিনে নিম্নচাপের জেরে পাহাড়ে অতিবৃষ্টি দেখা দিয়েছে। নেমেছে ধস। ক্ষতি হয়েছে বিস্তর। সেইসব মিলিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
শিলিগুড়ি: আজ শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল চারটায় পৌঁছবেন বাঘাযতীন পার্কে বিজয়া সম্মেলনীতে। সোমবার উত্তকন্যায় তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে।
এদিকে আজই শিলিগুড়ি হয়ে দার্জিলিঙ সফরে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ৯টা ৪৫ নেমে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেবেন তিনি।
সোমবার শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় প্রচার সেরে শিলিগুড়ি ফিরবেন। শিলিগুড়িতে নেতাদের নিয়ে দলীয় বৈঠক করবেন তিনি। অন্যদিকে, প্রশাসনিক বৈঠক সেরে অভিষেকের ওই বৈঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর একটি হবে শিলিগুড়িতে, অপরটি হবে কার্শিয়াংয়ে। যেহেতু কোচবিহার জেলায় দিনহাটায় উপনির্বাচন রয়েছে, তাই নির্বাচনী নিয়ম অনুসারে এই বৈঠক থেকে বাদ রাখা হয়েছে কোচবিহারকে। সূত্রের খবর, উত্তরবঙ্গের এই সফরে একগুচ্ছ কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর।
বিগত কয়েকদিনে নিম্নচাপের জেরে পাহাড়ে অতিবৃষ্টি দেখা দিয়েছে। নেমেছে ধস। ক্ষতি হয়েছে বিস্তর। সেইসব মিলিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। তবে, তাঁর সফরের সবটাই নির্ভর করছে আবহাওয়া আনুকূল্যের উপরে।
গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের। আটকে গিয়েছেন পর্যটকেরা। মারাও গিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে যাতে মানুষের পাশে থাকা যায় তাই নিয়েই মূলত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর নবান্ন সূত্রে।
সূত্রের খবর, কার্শিয়াং-এ মুখ্য়মন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিতির নেপথ্য়ে রয়েছে জিটিএ নির্বাচন। গত চারবছর ধরে আটকে রয়েছে জিটিএ নির্বাচন। পাহাড়ে ইতিমধ্যেই রাজনীতির সমীকরণ বদলেছে। বিমল গুরুঙ, অনীত থাপা, বিনয় তামাং সকলেই পৃথক দল ঘোষণা করেছেন। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার ‘ভাঙন’-এ কার্যত শক্তি বাড়িয়েছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট তথা জিএনএলএফ। যে ‘পাহাড়বন্ধুদের’ উপর বরাবর ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী, সেই পাহাড় সমীকরণে নজর দিতেই এ বার খোদ সফরে যাচ্ছেন মমতা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
নবান্ন সূত্রে খবর, কাংশিয়াং-এ একাধিক কালচারাল বোর্ড রয়েছে। সেইসমস্ত বোর্ডের চেয়ারম্যান পদগুলিতেও দীর্ঘদিন কোনও বদল হয়নি। মুখ্যমন্ত্রীর এই সফর বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।