Trinamool-BJP clash: বিজেপির মহিলা প্রধানদের মারধরের অভিযোগ, BJP-TMC ‘সংঘর্ষে’ রণক্ষেত্র খানাকুল
Trinamool-BJP clash: ক্ষোভের আগুন ছড়িয়ে যায় গোটা বিডিও অফিসে। মুহূর্তেই শুরু হয়ে যায় বিক্ষোভ। ব্লক আধিকারিকদের ঘিরে ধরে চলতে থাকে প্রতিবাদ। তখনই বিডিও অফিসের গেটে লাথিও মারতে দেখা যায় বেশ কয়েকজন বিজেপি কর্মীদের।
আরামবাগ: বিডিও অফিসে ত্রিপল আনতে গিয়ে রণক্ষেত্র। বিজেপির মহিলা প্রধানদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিডিও অফিসে তুমুল বিক্ষোভ বিজেপির। বিডিও অফিসের গেটে পড়ল লাথি। পাল্টা ব্লক অফিস চত্বরে জমায়েত তৃণমূলের। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা খানাকুল ১ ব্লক অফিস চত্বরে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
প্রসঙ্গত, বন্যা ত্রাণের ত্রিপল বণ্টন নিয়ে একাধিক অভিযোগ উঠছে তৃণমুল পরিচালিত খানাকুল ১ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। সূত্রের খবর, এরই মাঝে শুক্রবার বিকালে খানাকুল ১ পঞ্চায়েত সমিতিতে ত্রিপল বণ্টন নিয়ে কথা বলতে যান বিজেপি পরিচালিত খানাকুল ২ ও রামমোহন ১ পঞ্চায়েতের মহিলা প্রধান সরস্বতী দাস ও পূজা সাঁতরা। সঙ্গে ছিলেন খানাকুল ১ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ দাস সহ অনান্য বিজেপি কর্মীরা। পদ্ম শিবিরের অভিযোগ, কথা বলার সময় ব্লক অফিসের ভিতরে খানাকুল ১ ব্লক তৃণমুল সভাপতি দিপেন মাইতি ও তাঁর লোকজন বিজেপির মহিলা প্রধানদের মারধর শুরু করেন। তাতেই ক্ষেপে যান পদ্ম কর্মীরা।
ক্ষোভের আগুন ছড়িয়ে যায় গোটা বিডিও অফিসে। মুহূর্তেই শুরু হয়ে যায় বিক্ষোভ। ব্লক আধিকারিকদের ঘিরে ধরে চলতে থাকে প্রতিবাদ। তখনই বিডিও অফিসের গেটে লাথিও মারতে দেখা যায় বেশ কয়েকজন বিজেপি কর্মীদের। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। যদিও ঘাসফুল শিবির তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। খানাকুল থানায় বিক্ষোভও দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের। ছুটে আসেন খানকুলের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।