Chandannagar Durgapuja: পুজোয় সাবধান! রাস্তায় কিন্তু নজর রাখবে ‘অ্যান্টি টিজিং টিম’
Chandannagar: চন্দননগর পুলিশ কমিশনারেটের মোট সাতটি থানা এলাকা। তার মধ্যে বেশকিছু বিগ বাজেটের পুজো রয়েছে।
হুগলি: আর মাত্র কয়েকটা দিন। শারদ আনন্দে মেতে উঠতে চলেছে আপামর বাঙালি। মণ্ডপে-মণ্ডপে তাই ব্যস্ততা তুঙ্গে। কলকাতার মতোই শহরতলির মণ্ডপগুলিও সেজে উঠছে রীতিমত টেক্কা দিতে। প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার ময়দানে নেমেছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালাগি। আর সেখানেই তিনি ঘোষণা করেন, এবার পুজোয় হুগলি শহরাঞ্চলের রাস্তায় থাকছে অ্যান্টি টিজিং টিম। পুরোপুরি স্পেশালাইজড দলটিতে থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশকর্মীরা। অর্থাৎ পুজোয় সাবধান! নজরদারি থাকবে কিন্তু…।
চন্দননগর পুলিশ কমিশনারেটের মোট সাতটি থানা এলাকা। তার মধ্যে বেশকিছু বিগ বাজেটের পুজো রয়েছে। সেই বড় পুজোগুলির মণ্ডপ ব্যবস্থা, প্রবেশ ও বাহির পথ এবং সর্বোপরি পুলিশের নির্দেশ মেনে সমস্ত কিছু হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। ভদ্রকালীর বলাকা পূজা মণ্ডপে তিনি বলেন, ‘ট্রাফিক থেকে অপরাধ, সমস্ত বিষয়েই পুলিশি কড়াকড়ি থাকবে। পুজোর সময় ইভটিজিং রুখতে বিশেষ দল তৈরি করছে চন্দননগর কমিশনারেট। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ দিয়ে তৈরি অ্যান্টি টিজিং টিম শহরের রাস্তায় নজরদারি চালাবে। অপরাধ দমনে রাখা হবে অ্যান্টি ক্রাইম টিম। একইসঙ্গে পুজোর সময় যানজট রুখতে অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যেহেতু পূজো এগিয়ে এসেছে, তাই বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা হচ্ছে। সব নিয়ম মেনে তৈরি হচ্ছে কি না তা এই পরিদর্শনের মুখ্য বিষয়। যদি কোথাও সমস্যা থাকে তা জানিয়ে দেওয়া হবে। যাতে সময় থাকতেই উদ্যোক্তারা সেই মণ্ডপ সমস্যাবিহীন করে তুলতে পারেন।’
এছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, সিটি পুলিশ এলাকার বড় বড় পুজোগুলি কমিশনার নিজেই পরিদর্শন করলেন। তবে মাঝারি এবং ছোট পুজো গুলি পরিদর্শন করবেন সংশ্লিষ্ট থানা এলাকার এসিপি এবং আইসি পদমর্যাদার আধিকারিকরা। ইতিমধ্যেই তাদের তরফে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই কালিকাপুক্ত সমস্ত পূজামণ্ডপ পরিদর্শনের কাজ শেষ করবে পুলিশ।