Chandrima Bhattacharya: ‘বিজেপি আন্দোলন করে না, লনে হাঁটাহাঁটি করে’ কটাক্ষ চন্দ্রিমার
Chandrima Bhattacharya on Petrol and Diesel Price: কেন্দ্র পেট্রোপণ্যে দাম কমানোর পর রাজ্যকেও কর কমানোর আহ্বান করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীরা। অধিবেশন কক্ষেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে সরব হতে পারেন পদ্ম শিবিরের বিধায়করা।
হুগলি: “সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) দিকে। বিজেপি (BJP) আন্দোলন করে না। ওরা লনে হাঁটাহাঁটি করে।” রবিবার হুগলির চন্দননগরে বললেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন চন্দননগর রবীন্দ্রভবনে করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিজেপি যা কিছু বলতে পারে, তাতে কিছু যায় আসে না। যেভাবে নির্বাচনগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তে গোহারা হেরেছে। বিজেপি তেলের দাম কমায়নি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ৫ টাকা কমিয়ে, বড় বড় লেকচার দিচ্ছে।’
উল্লেখ্য, কেন্দ্র পেট্রোপণ্যে দাম কমানোর পর রাজ্যকেও কর কমানোর আহ্বান করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীরা। এদিকে কেন্দ্রীয় সরকার তালিকা প্রকাশ করে জানিয়েছে, ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল কেন্দ্রের শুল্ক কমানোর পর নিজেদের ভ্যাট কমিয়েছে। কিন্তু, এখনও ১৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সেই পথে এখনও হাঁটেনি। এর মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব সহ ১৪টি রাজ্য। কেন্দ্রের এই পদক্ষেপকে হাতিয়ার করেছে রাজ্য বিজেপি। সোমবার বঙ্গ বিজচেপি আন্দোলনের পথে হাঁটবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
আর এ নিয়ে রাজ্যের মন্ত্রীর কটাক্ষ, “বিজেপি যা কিছু বলতে পারে। কোনও যায় আসে না। যেভাবে অন্য নির্বাচনগুলো আছে, যেগুলো হয়েছে তাতে গোহারা হেরেছে। তার মধ্যে সেন্ট্রাল এক্সাইজ ডিউটির পাঁচ টাকা কমিয়েছে। তা নিয়ে বড়বড় লেকচার মারছে। সেস থেকে কিন্তু টাকা কমায়নি। সেস থেকে পুরো টাকাটা নিয়ে চলে যায়। সুতরাং এসব বলে লাভ হবে না।”
এদিকে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভা অন্দরে এই প্রথম সরব হচ্ছে বিজেপি। সেখানে থাকার কথা উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী সোমবার সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে বিধানসভায় শোক প্রস্তাব আসার কথা। ফলে তারপরে অধিবেশন মুলতুবি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শোকপ্রস্তাবে কলকাতা ও লাগোয়া জেলার বিধায়করা, উপস্থিত থাকবেন।
বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বিধানসভা মুলতুবি হয়ে যাওয়ার পরে প্রাঙ্গণে বিক্ষোভে অংশগগ্ৰহণ করার কথা দলীয় বিধায়কদের। আর মুলতুবি না-হলে অধিবেশন কক্ষেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে সরব হবেন পদ্ম শিবিরের বিধায়করা। এতদিন পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষছিল রাজ্য। কিন্তু দাম কমার পর শাসকদলের গলায় অন্য সুর। এদিকে চন্দ্রিমার মন্তব্যের প্রেক্ষিতে এ নিয়ে হুগলির বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ, “সব রাজ্য ভ্যাট কমিয়েছে। এখন রাজ্য কেন কমাবে না। এরা এতদিন মানুষকে ভুল বোঝাচ্ছিল। সেটা বাংলার মানুষ দেখছেন। কারা হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন, কারা ত্রিপুরা, গোয়া যাচ্ছে আর কারা রাস্তায় আন্দোলনটা করছে।” তাঁর আরও মন্তব্য, “তৃণমূল তো দান-খয়রাতি করেছে। এখন ট্যাক্স কমালে সেই লুটেপুটে খাওয়াটা হবে না।”