Dengue in Tarakeshwar: তারকেশ্বরে বাড়ছে ডেঙ্গির দাপট, হাসপাতালে ভিড়, পৌরসভাকে কাঠগড়ায় তুলে ফুঁসছে এলাকাবাসী
Dengue in Tarakeshwar: তারকেশ্বর পৌরসভার স্বাস্থ্য আধিকারিকের দাবি, নিয়মিত পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। তবে ১৪ নম্বর ওয়ার্ডে জল নিকাশিতে সমস্যা রয়েছে জল জমে।
তারকেশ্বর: নিকাশি নালায় কিলবিল করছে মশার লার্ভা। একের পর এক আক্রন্ত হচ্ছেন এলাকার লোকজন। পৌরসভার উদাসীনতায় ক্ষুদ্ধ তারকেশ্বর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শাঁখারি পাড়ার বাসিন্দারা। বারবার পৌরসভাকে জানিয়েও মেলেনি কোনও ফল। এলাকার জমা জল ও আবর্জনা মুক্ত করতে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি তারকেশ্বর পৌরসভা, আক্রান্তদের খোঁজ-খবর পযন্ত নেওয়া নেননি এলাকার কাউন্সিলর। এমনটাই অভিযোগ স্থানীয়দের।
সূত্রের খবর, গত কয়েক দিনে তারকেশ্বর পৌর সভার ১৪ নম্বর ওয়ার্ডের শাঁখারি পাড়ার পর পর ১৩ জন আক্রান্ত হন ডেঙ্গিতে। চিকিৎসার পর অনেকে সুস্থ হলেও আতঙ্কের আবহ গোটা এলাকাতেই। অভিযোগ এলাকার নিকাশি নালা থেকে পুকুর-জলাশয় আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন থেকেই। সব জলাশয়েই কিলবিল করছে মশার লার্ভা। অভিযোগ, এলাকা পরিচ্ছন্ন রাখতে কোনও পদক্ষেপ নেয়নি পুরসভা। মাঝেমধ্যে ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়, তবে তা লার্ভা নষ্ট করার পক্ষে যথেষ্ট নয় বলে অভিযোগ এলাকাবাসীর।
যদিও তারকেশ্বর পৌরসভার স্বাস্থ্য আধিকারিকের দাবি, নিয়মিত পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। তবে ১৪ নম্বর ওয়ার্ডে জল নিকাশিতে সমস্যা রয়েছে জল জমে। সে কারণেই ওই এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলার অমরেন্দ্র নাথ সমুইয়ের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ডেঙ্গি মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে। কাজ চলছে পুরোদমে। তবে ওই এলাকায় যে ডেঙ্গি আক্রান্তদের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে তা মানছেন তিনিও।