Elephant Attack: নষ্ট হয়েছে ফসল, ভয়ে বাইরে বেরনো দায়, দু’টি হাতির দাপাদাপিতে অতিষ্ঠ গোটা গ্রাম
Arambag: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোরের দিকে এসে স্থানীয় জমিতে দাপিয়ে বেড়ায় হাতি দুটি। এলাকার আলুর জমি ও সবজি বাগান নষ্ট করে দিয়েছে বলে জানা গিয়েছে।
আরামবাগ: হাতির দাপাদাপিতে অতিষ্ঠ গোটা গ্রাম। জানা গিয়েছে, দলছুট হয়ে দু’টি হাতি ঢুকে পড়ে গ্রাম। এর জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আরামবাগের কালিপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে দেখেন তাঁদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। তখনই আর বুঝতে বাকি থাকেনি কিছুই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোরের দিকে এসে স্থানীয় জমিতে দাপিয়ে বেড়ায় হাতি দুটি। এলাকার আলুর জমি ও সবজি বাগান নষ্ট করে দিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে হাতিগুলি এলাকার একটি খালের পাশের জঙ্গলে প্রবেশ করেছে। এদিকে হাতির হানায় এলাকার প্রচুর মানুষ জন বেড়িয়ে পড়েন। তারা হাতিগুলিকে তাড়ানোর বৃথাই চেষ্টা করতে থাকেন। তাতে আরোও বেশি করে উত্তেজিত হয়ে পড়ে হাতিগুলি।
এধার ওধার ছোটাছুটি করতে থাকে তারা। হাতিগুলির অবস্থান দেখে স্থানীয় বাসিন্দারাই আরামবাগ বন দফতরে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ বন দফতরের এক আধিকারিক আসরাফুল ইসলাম আসেন। আসেন বন দফতরের অন্যান্য কর্মীরা। তবে এই আধিকারিক জানান, “হাতিগুলি সম্ভবত পশ্চিম মেদিনীপুর থেকে দল ছুট হয়ে এদিকে চলে এসেছে। আমরা ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছি। ওনারা এলে পরবর্তী রুট ম্যাপ তৈরি করে হাতিগুলোকে নিয়ে যাওয়া হবে।”