সম্প্রতি বিএসএফের উদ্যোগে হওয়া বাইক স্টান্টে অংশ নিয়ে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Limca Book of World Records) নাম তুললেন তারকেশ্বরের (Tarakeshwar) সুমিতা সিকদার সাহা। দিল্লির (Delhi) ২৫ ননম্বর ব্যাটালিয়নের ছাওলা ক্যাম্পে আয়োজন করা হয় রয়্যাল এনফিল্ড বাইক স্টান্টের।
এই বাইক স্টান্ট প্রতিযোগিতায় অংশ নেন বিএসএফের সীমা ভবানী মোটর সাইকেল টিমের ৬ জন বাইক রাইডার। তাঁদের মধ্যে ছিলেন তারকেশ্বরের চাউল্পট্টি এলাকার সুমিতা সিকদার সাহা।
১৬ ইঞ্চি উঁচু একটি চেয়ারে বসে টানা ৩ ঘন্টা ৭ মিনিট বাইক চালিয়ে প্রায় ৬৯ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেন তিনি। তাতেই করে ফেলেন নয়া রেকর্ড। নাম উঠে যায় লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বর্তমানে দিল্লিতে বিএসএফ মহিলা কনস্টেবল পদে কর্মরত সুমিতা।
২০১৬ সালে বিএসএফে যোগ দেন তিনি। ২০১৮ সালে সীমা ভবানী টিমে যুক্ত হন সুমিতা। এদিকে বিএসএফে যোগ দেওয়ার আগে পর্যন্ত কোনওদিন বাইক চালাননি বলে জানিয়েছেন তাঁর স্বামী রানা সাহা। ২০১৮ সালে সীমা ভবানী টিমে যুক্ত হওয়ার পরেই বাইক চালানো শেখেন সুমিতা।
স্বামী রানা সাহা জার্মান এমএনসি থাইজেন গ্রূপের সিনিয়র ইঞ্জিনিয়র। বর্তমানে আসামের লুমালীগরে কর্মরত। তাঁর এই সাফল্যের জন্য টিম ক্যাপ্টেন ইন্সপেক্টর শ্রী হরিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সুমিতা। একইসঙ্গে তাঁর গোটা দল তাঁর পাশে যেভাবে ছিল তাতেও তিনি কৃতজ্ঞ।