Narendra Modi: ‘মোদীকে এক নম্বর দুশমন ভাবে তৃণমূল’, কারণও জানালেন প্রধানমন্ত্রী
PM Modi: মোদীর কথায়, কেন্দ্রের পাঠানো টাকায় বাংলার উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে তৃণমূল সরকার। তৃণমূলকে 'গরিব বিরোধী' বলেও কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। বললেন, 'গরিব, কৃষক, যুব সম্প্রদায় ও মহিলাদের সশক্তিকরণে বাধা দিচ্ছে তৃণমূল সরকার।' আরামবাগের সভা থেকে রাজ্যের শাসক শিবিরকে একহাত নিয়ে মোদী বললেন, তৃণমূল মনে করে মোদী তাদের 'এক নম্বর দুশমন'।
আরামবাগ: বঙ্গ সফরে এসে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগের জনসভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারের তুলোধনা করলেন। মোদীর কথায়, কেন্দ্রের পাঠানো টাকায় বাংলার উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে তৃণমূল সরকার। তৃণমূলকে ‘গরিব বিরোধী’ বলেও কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। বললেন, ‘গরিব, কৃষক, যুব সম্প্রদায় ও মহিলাদের সশক্তিকরণে বাধা দিচ্ছে তৃণমূল সরকার।’ আরামবাগের সভা থেকে রাজ্যের শাসক শিবিরকে একহাত নিয়ে মোদী বললেন, তৃণমূল মনে করে মোদী তাদের ‘এক নম্বর দুশমন’। কেন এমন বললেন তিনি, সেই ব্যাখ্যাও দিলেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদীর বক্তব্য, ‘তৃণমূল চায় কেন্দ্রের যোজনাতেও যাতে লুঠ করতে পারে। কিন্তু মোদী সেটা করতে চায় না। সেই জন্য মোদীকে তৃণমূল তাদের দুশমন নম্বর ওয়ান মনে করে। এবার আপনারাই বলুন, তৃণমূলের এই লুঠ কি আমি চলতে দেব? যত গরিবের টাকা লুঠ হয়েছে, সব ফেরত দিতে হবে। এটা মোদীর গ্যারান্টি।’ এরপরই বাংলায় কেন্দ্রের কোন কোন প্রকল্প থমকে রয়েছে, তার একটি লম্বা তালিকাও শোনান প্রধানমন্ত্রী। জানালেন, ঝরিয়া ও রানিগঞ্জের কোলফিল্ডের প্রজেক্ট কেন্দ্রের বিজেপি সরকার প্রায় ৬ বছর আগে শুরু করেছিল। কিন্তু রাজ্য সরকার সেটাকে এগোতে দিচ্ছে না বলেই দাবি মোদীর। শুধু তাই নয়, মোদী আরও শোনালেন ১৮ হাজার কোটি টাকার জগদীশপুর-হলদিয়া, বোকারো-ধামরা পাইপলাইন প্রজেক্টও চার বছর ধরে আটকে আছে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের রেল লাইনের কাজও আটকে আছে। প্রধানমন্ত্রীর কথায়, এসব প্রকল্পগুলি থমকে রয়েছে ‘রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ার জন্য’। বললেন, হাজার কোটি টাকার এমন আরও অনেক প্রজেক্ট… যেগুলির জন্য কেন্দ্র টাকার অনুমোদন দিয়ে দিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না।
এছাড়া কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পও যে বাংলায় বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই দাবিও করলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘তৃণমূল সরকার গরিবদের ঘরও বানাতে দিচ্ছে না।’ পরিসংখ্যান তুলে ধরে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গের গরিব পরিবারগুলির জন্য কেন্দ্রের বিজেপি সরকার ৪৫ লাখ ঘরের অনুমোদন দিয়েছে। তার জন্য ৪২ হাজার কোটি টাকাও ছাড়া হয়েছে। কিন্তু বাংলাতে রাজ্য সরকার গরিবদের ঘর বানাতে দ্রুত কাজ করছে না। বাধা দিচ্ছে।’
এর পাশাপাশি প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার যে টার্গেট মোদী সরকার নিয়েছে, সেটাও বাংলায় শ্লথ গতিতে চলছে বলে দাবি প্রধানমন্ত্রীর। বললেন, ‘চার বছরের মধ্যে গোটা দেশে ১১ কোটিরও বেশি নতুন পরিবারকে পাইপলাইনের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেখানে কচ্ছপের গতিতে কাজ করছে। এদের কি ক্ষমা করা যায়?’ প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এল আয়ুষ্মান ভারত প্রকল্পের কথাও। বললেন, ‘গরিব, তফসিলি জাতি, তফসিলি উপজাতির বিরোধী তৃণমূল এখানকার পরিবারগুলিকে এর সুবিধা পেতে দেয় না।’