AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambagh School: স্কুলে এলেও বাবা-মায়ের কাছে যাবে SMS, না এলেও যাবে, এই মেশিনেই কামাল গোঘাটের স্কুলে

Arambagh School: নয়া উদ্যোগে খুশি অভিভাবকেরাও। অনেকেই বলছেন, ছোটছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে ভয় অনেকটাই কমবে এর ফলে। এক অভিভাবক বলছেন, ওরা স্কুল কামাই করলে সেটাও আমরা জানতে পারব। এটা খুবই ভাল বিষয়।

Arambagh School: স্কুলে এলেও বাবা-মায়ের কাছে যাবে SMS, না এলেও যাবে, এই মেশিনেই কামাল গোঘাটের স্কুলে
নয়া উদ্যোগ নিয়ে চর্চা নাগরিক মহলে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 5:54 PM
Share

আরামবাগ: ছাত্র-ছাত্রীরা স্কুল গেটে ঢুকলে বাড়িতে পৌঁছে যাবে এসএমএস। অনুপস্থিত থাকলেও অভিভাবকদের কাছে পৌঁছে যাবে মেসেজ। হুগলি জেলায় প্রথম গোঘাটের দামোদরপুর পশ্চিম মহিতোষ নন্দী প্রাথমিক বিদ্যালয়ে চালু হল বায়োমেট্রিক। বায়োমেট্রিক যে চালু হচ্ছে সেই খবর আগেই শোনা গিয়েছিল। অবশেষে তাই এবার বাস্তবায়িত হয়ে গেল। পড়ুয়াদের কাছে থাকা কার্ড মেশিনে ঠেকালেই মুশকিল আসান। শুধু স্কুলে ঢোকা নয়, স্কুল থেকে বেরোনোর সময়েও বাড়িতে অভিভাবকদের পৌঁছে যাবে কাছে এসএমএস। বুধবার এই স্কুলে ডিজিটাল বায়োম্যেট্রিক সিস্টেমের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পড়ুয়া, তাঁদের অভিভাবকেরাও। 

নয়া উদ্যোগে খুশি অভিভাবকেরাও। অনেকেই বলছেন, ছোটছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে ভয় অনেকটাই কমবে এর ফলে। এক অভিভাবক বলছেন, ওরা স্কুল কামাই করলে সেটাও আমরা জানতে পারব। এটা খুবই ভাল বিষয়। প্রসঙ্গত, হুগলির আরামবাগ মহকুমার গোঘাটের দামোদরপুরে এই প্রথম কোনও সরকারি বিদ্যালয়ে চালু হল এই বায়োমেট্রিক সিস্টেম।

অন্যদিকে এটি সরকারি স্কুল হলেও পরিকাঠামোগত উন্নতি সহ নানা বিষয়ে আর্থিক সাহায্য করে থাকেন এলাকার বিশিষ্ট মানুষেরা। বর্তমানে যেখানে পড়ুয়ার অভাবে ধুঁকছে রাজ্যের একটা বড় অংশের প্রথামিক স্কুল সেখানে অন্য ছবি দেখা যায় এখানে। পার্শ্ববর্তী ১০ থেকে ১২ টি গ্রামের পড়ুয়ারা প্রতি বছরই এখানে এসে ভর্তি হচ্ছে। জোরকদমে চলছে পড়াশোনা। সেই স্কুলেই এবার নয়া উদ্যোগ নিয়ে চর্চা চলছে জেলার নাগরিক মহলে।