Rachana Banerjee: ‘তারকারা এলেও দেখি কাজ হয় না’, রচনা প্রার্থী হচ্ছেন শুনে কী বলছে হুগলির আমজনতা

Loksabha Election: বিজেপিতে যথেষ্ট সফল লকেট। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ তিনি। আর এবার লকেটের বিপরীতে প্রার্থী হচ্ছেন, তাঁরই এককালের সহশিল্পী তথা ছোট পর্দার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্য়োপাধ্যায়। রাজনীতিতে নবাগতা রচনা কি টেক্কা দিতে পারবেন লকেটকে? সেই নিয়েই জোর চর্চা চলছে হুগলির পাড়ার প্রতিটি ঘরে ঘরে।

Rachana Banerjee: 'তারকারা এলেও দেখি কাজ হয় না', রচনা প্রার্থী হচ্ছেন শুনে কী বলছে হুগলির আমজনতা
রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2024 | 11:01 PM

হুগলি: লোকসভা ভোটে এবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলছে হুগলি। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। দু’জনেই রুপোলি পর্দার দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। রুপোলি পর্দার দুনিয়া থেকেই রাজনীতিতে পা লকেটের। বিজেপিতে যথেষ্ট সফল লকেট। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ তিনি। আর এবার লকেটের বিপরীতে প্রার্থী হচ্ছেন, তাঁরই এককালের সহশিল্পী তথা ছোট পর্দার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্য়োপাধ্যায়। রাজনীতিতে নবাগতা রচনা কি টেক্কা দিতে পারবেন লকেটকে? সেই নিয়েই জোর চর্চা চলছে হুগলির পাড়ার প্রতিটি ঘরে ঘরে।

এলাকাবাসীরা কিন্তু এই ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছেন। হুগলির বাসিন্দা এক গৃহবধূ বলছেন, ‘এতদিন টিভিতে দেখতাম লকেট ও রচনাকে একসঙ্গে অভিনয় করতে। দুই জায়ের চরিত্রে অভিনয় করতে দেখেছি। এখন রচনাও রাজনীতিতে এসেছেন। এখন দেখার রাজনীতির মঞ্চে দু’জনের মধ্যে কে জেতেন।’

বাংলা টেলি দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি গেম শো হল ‘দিদি নম্বর ওয়ান’ , যেখানে সঞ্চালকের ভূমিকায় রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাও অনবদ্য। এবারের লোকসভা ভোটের প্রচারে সেই জনপ্রিয়তাও রচনার জন্য একটি বাড়তি পাওনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে, হুগলির অনেক মহিলাই বলছেন, রচনা বন্দ্যোপাধ্যায় টিভিতে দিদি নম্বর ওয়ান করেন। এখন তিনি সামনা সামনি আসবেন। সামনা সামনি তো দেখার সুযোগ হয়নি, এবার হবে। খুবই ভাল লাগছে।’ রাজনীতির মঞ্চে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রেও রচনার টেলি গেম শোয়ের সঞ্চালনার অভিজ্ঞতা কাজে আসবে বলেও মনে করছেন এলাকার মহিলাদের অনেকে।

তবে এলাকাবাসীরা চাইছেন, যাতে এলাকার কাজ হয়। তাঁরা বলছেন, অতীতে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তারকা প্রার্থীরা ভোটে জিতেছেন। কিন্তু সেভাবে কাজ হয় না। তাই এবার ভোটে যেই জিতুক না কেন, যাতে এলাকার আমজনতার কাজ হয়, সেই দিকটিতেও আলোকপাত করছেন এলাকার মহিলারা।