TMC: ‘বিজেপি যদি আমার জন্য তাজমহল এনে দেয়…’, তৃণমূলের টিকিট না পেয়ে বললেন অপরূপা
Aparupa Poddar: লোকসভা ভোটের হ্যাটট্রিকটা এবার অন্তত হল না আরামবাগে তৃণমূলের বিদায়ি সাংসদ অপরূপা পোদ্দারের। এবারের লোকসভা ভোটে তাঁকে আর প্রার্থী করেনি দল। রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু ৪২-এর তালিকায় নাম নেই অপরূপার।
রিষড়া: টানা এক দশক ধরে সাংসদ রয়েছেন তিনি। ২০১৪ সাল থেকে। পর পর দু’বারের জয়ী সাংসদ। কিন্তু লোকসভা ভোটের হ্যাটট্রিকটা এবার অন্তত হল না আরামবাগে তৃণমূলের বিদায়ি সাংসদ অপরূপা পোদ্দারের। এবারের লোকসভা ভোটে তাঁকে আর প্রার্থী করেনি দল। রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু ৪২-এর তালিকায় নাম নেই অপরূপার। লোকসভার টিকিট না পেলেও বিদায়ি সাংসদ অপরূপা বলছেন, তিনি দলের ‘সাচ্চা’ সৈনিক এবং সবসময় দলের সঙ্গে রয়েছেন ও ভবিষ্যতেও থাকবেন।
লোকসভা ভোটের মুখ কি দলবদলের কোনও সম্ভাবনা থাকছে? যদি বিজেপি তাঁকে প্রার্থী হওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে অপরূপার? সে বিষয়েও আজ সোজাসাপ্টা মন্তব্য করলেন বিদায়ি সাংসদ। জানিয়ে দিলেন, “বিজেপি যদি আমার জন্য তাজমহল, লালকেল্লাও এনে দেয়… তাও আমি কোনওদিন বিজেপি করতে পারিনি। পারবও না। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমি ভালবাসি। দলকে ভালবাসি। আমি দলের সাচ্চা সৈনিক।”
এবারের লোকসভা ভোটে টিকিট না পেলেও অপরূপা স্পষ্ট বুঝিয়ে দিলেন, এর জন্য তাঁর মনে কোনও আক্ষেপ নেই। বললেন, ‘দিদি আমার জন্য যা করেছেন, যা ভেবে করছেন, ভাল করেছেন। আমি দলের কাছে চিরকৃতজ্ঞ। আরামবাগের মানুষের কাছে সারাজীবন ছিলাম ও থাকব।’
উল্লেখ্য, তৃণমূলের অন্দরে গত এক দশকে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে অপরূপা পোদ্দারকে। তাঁর রাজনৈতিক দক্ষতা নিয়েও চর্চা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে। গতকালও ব্রিগেডের সভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গিয়েছিলেন অপরূপা পোদ্দার। তবে আজ দলের তরফে জানিয়ে দেওয়া হয়, এবারের লোকসভা ভোটে আর অপরূপা নন, তৃণমূলের প্রার্থী হবেন মিতালী বাগ।