Panchayat Elections 2023: ধনেখালিতে লকেটের সামনেই তুমুল বিক্ষোভ তৃণমূলের, ফের আক্রান্ত টিভি-৯ বাংলা

Panchayat Elections 2023: এদিন দলীয় প্রার্থীদের নিয়ে ধনেখালির বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তখনই ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

Panchayat Elections 2023: ধনেখালিতে লকেটের সামনেই তুমুল বিক্ষোভ তৃণমূলের, ফের আক্রান্ত টিভি-৯ বাংলা
তপ্ত ধনেখালি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 5:27 PM

ধনেখালি: বৃহস্পতিবারই মনোনয়ন জমার শেষ দিন। কিন্তু, শেষ দিনেও থামছে না উত্তেজনা। ক্যানিং থেকে ভাঙড় (Bhangar), ইন্দাস থেকে ধনেখালি, বিগত কয়েকদিন ধরে মনোনয়ন জমাকে কেন্দ্র করে তপ্ত হয়েছে বাংলার নানা প্রান্ত। একদিন আগেই ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। এবার হুগলির (Hooghly) ধনেখালিতেও আক্রমণের মুখে টিভি-৯ বাংলা (TV-Bangla)। মনোনয়ন জমার খবর করতে গেলে ব্যাপক মারধর করা হয় আমাদের চিত্র সাংবাদিক প্রকাশ মণ্ডলকে। তাঁর ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। 

এদিন দলীয় প্রার্থীদের নিয়ে ধনেখালির বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, তাঁদের প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে ঢোকার আগেই আটকে দেয় তৃণমূল কর্মীরা। লকেটের সামনেই লাগাতার চলতে থাকে স্লোগান। কেন সাংসদ প্রার্থীদের নিয়ে বিডিও অফিসে ঢুকবেন এই প্রশ্ন তুলতে থাকেন ঘাসফুল শিবিরের লোকজন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় টিভি-৯ বাংলা। সেই সময়ই আমাদের প্রতিনিধিকে ব্যাপক মারধর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধনেখালি থানার পুলিশ। ছুটে আসেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। তবে তখনও কমেনি উত্তেজনা। দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। শেষে পরিস্থিতি সামল দিতে মাঠে নামে ব়্যাফ। যদিও তৃণমূল কর্মীদের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই মনোনয়ন পর্ব চলছিল। কিন্তুই লকেটই বাইরে থেকে লোকজন নিয়ে এসে ঝামেলা পাকানোর চেষ্টা করেন। যদিও তাঁদের অভিযোগ উড়িয়ে লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ধনেখালি সন্ত্রাসের আঁতুড়ঘর। তাঁদের প্রার্থীদের বিডিও অফিসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। সেই খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তখনই তেড়ে আসেন তৃণমূলের কর্মীরা। এমনকী সাংবাদিককে মারধর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন ধনেখালির বিধায়ক তথা তৃণমূল নেত্রী অসীমা পাত্রের ভূমিকা নিয়েও। যদিও পাল্টা লকেটের বিরুদ্ধে তোপ দেগেছেন অসীমা দেবী। তাঁর দাবি, সারা বছর দেখা  মেলে না। এখন ভোট বলে এলাকায় এসেছেন লকেট। তাঁর উস্কানিতেই এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে।