Minor Boy Beaten: সন্ধ্যায় গাছের আড়ালে কিশোরকে দেখেই হই হই স্থানীয়দের, কিছু বলার আগেই শুরু মার
Hoogli: কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হুগলি: প্রতিদিনের মতো খেলতে গিয়েছিল কিশোর। বাড়ি ফেরার পথে মাঠের ধারে সাইকেল দাঁড় করিয়ে শৌচকর্ম করতে যায় সে। এদিকে ওই মাঠেই আলু ক্ষেত রয়েছে। কিশোরকে সেখানে দেখে এলাকার লোকজন ছুটে আসেন। আলু চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয় ওই কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা হাসপাতালে (Arambag Hospital)। পুরশুড়া থানা (Purshura) এলাকার তকিপুরে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠেছে, নিছক সন্দেহের বশে কীভাবে কাউকে এমন নৃশংসভাবে মারা হল। কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। বন্ধুদের সঙ্গে ওই কিশোর খেলতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তার ধারে প্রস্রাব করছিল সে। পরিবারের দাবি, বাড়ি থেকে সেই মাঠ খুব একটা দূরে নয়। তাকে মাঠের ধারে যেতে দেখেই জনা চারেক পড়শি ধেয়ে আসে। অভিযোগ, পিটিয়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই সংজ্ঞা হারায় সে। এদিকে ততক্ষণে বাড়িতেও খবর পৌঁছে যায়।
বাড়ির লোকজন ছুটে আসে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, এমন মার মারা হয়েছে, কিশোরের হাতের একটা অংশ ভেঙে গিয়েছে। গুরুতর আঘাত লেগেছে পায়ের হাড়েও। প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় জখমকে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ভর্তি সে। ওই কিশোরের বাবা চাষবাস করেন। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ছেলেটির আদৌ কোনও খারাপ উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত সাপেক্ষ। একইসঙ্গে প্রশ্ন উঠছে, গ্রাম্য বা ব্যক্তিগত কোনও বিবাদের জেরে এমন ঘটনা নয় তো? সমস্ত দিক খোলা রেখে তদন্ত করছে পুলিশ।
আক্রান্ত কিশোরের কথায়, “রাস্তার ধারে আমি প্রস্রাব করতে গিয়েছিলাম। ওরা ভেবেছে আমি বোধহয় আলু চুরি করতে এসেছি। খুব মারধর করেছে আমাকে।” আক্রান্ত কিশোরের বাবার কথায়, “আমার ছেলে এলাকারই একটি স্কুলের মাঠে খেলতে গিয়েছিল। ফেরার পথে আলু জমির ধারে ওকে দেখে জমির মালিক ভেবেছে আলু নিতে গিয়েছে। বাঁশ, রড দিয়ে মেরে একেবারে আধমরা করে দেয় ছেলেটাকে। আমাদের যখন ফোন করল, কোনও জ্ঞান নেই। অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। ডাক্তার বলল, হাত পা ভেঙেছে। হাড় ভেঙেছে।”
আরও পড়ুন: Sankar Ghosh: রাজ্যে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ লেফট শঙ্কর ঘোষের!