Hooghly Harassment: বাবার বান্ধবী, বিশ্বাস করে বাড়িও গিয়েছিলেন যুবতীরা, বন্ধ ঘরে সেই মহিলাই কি না…
Hooghly: স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর একটি বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত ওই মহিলা। গত রবিবার ডানকুনিতে তাঁর এক পরিচিতের দুই মেয়েকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন তিনি।
শ্রীরামপুর: বাবার বান্ধবী। পিসি-পিসি বলেই ডাকত মেয়ে দু’টি। সেই মতোই তাঁর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন তাঁরা। তবে তাঁর পিছনে এমন কুমতলব লুকিয়ে থাকবে কে ভেবেছিল। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে অচৈতন্য করে যৌন নির্যাতনের চেষ্টা। গ্রেফতার এক মহিলা সহ তিনজন। অভিযুক্তদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর একটি বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত ওই মহিলা। গত রবিবার ডানকুনিতে তাঁর এক পরিচিতের দুই মেয়েকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন তিনি। অভিযোগ, সেই সময় দুই বোনকে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেন অভিযুক্ত। এরপর আগে থেকেই ঘরে উপস্থিত দুই ব্যক্তি যৌন নির্যাতনের চেষ্টা করেন দুই বোনকে এমনই অভিযোগ।
এরপর নির্যাতিতাদের চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। তাঁরাই উদ্ধার করেন তাঁদের। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে প্রাথমিক চিকিৎসার পর অভিযোগ দায়ের করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মধ্য বয়সী ওই মহিলা মধুচক্রের সঙ্গে যুক্ত। ঘটনার দিন মাদক খাইয়ে অচৈতন্য করে তার ঘরে অন্য দুই পুরুষকে ঢুকিয়ে দিয়েছিলেন। চেঁচামেচিতে তাঁরা জড়ো হলে অভিযুক্ত দুই ব্যক্তি পালিয়ে যান।
এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। সোমবার বিকালে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকেও গ্রেফতার শ্রীরামপুর থেকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি শ্রীরামপুর থানা এলাকায়।