BJP Nabanna Abhiyan: ‘পুলিশ বোমা ছুড়ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে’, বিস্ফোরক সুকান্ত আটক হাওড়ায়
BJP Nabanna Abhiyan: হাওড়া ব্রিজে ওঠার আগেই বঙ্গবাসী মোড়। মিছিল ব্রিজে ওঠার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ বিজেপি কর্মীদের পথ আটকালেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
হাওড়া: হাওড়ার মিছিল থেকে আটক করা হল সুকান্ত মজুমদারকেও। বিজেপি-র নবান্ন অভিযানে সাঁতরাগাছির ছবি ধরা পড়ে হাওড়াতেও। বিজেপ কর্মীদের অবরুদ্ধ করতে হাওড়াতেও চলল জলকামান, ছোড়া হল কাদানে গ্যাস, হল লাঠিচার্জ। পুলিশের গিকে পাল্টা ইট ছোড়ারও অভিযোগ ওঠে। পুলিশ বোমা ছুড়ছে বলে অভিযোগ করলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, “পুলিশ বোমা ছুড়ছে, বোমার আওয়াজ পাওয়া যাচ্ছে।” আটক হওয়ার পর সুকান্ত বলেন, “আমার ঘাড়ে লেগেছে, ঘাড়ে প্রচন্ড ব্যথ্যা। আইন মেনেই আমরা আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশই বাধা দিয়েছে। ”
হাওড়া ব্রিজে ওঠার আগেই বঙ্গবাসী মোড়। মিছিল ব্রিজে ওঠার আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ বিজেপি কর্মীদের পথ আটকালেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড করে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা।
বেলা ২.১৫ মিনিট। হাওড়া বঙ্গবাসী মোড়ে জলকামান ছোড়া শুরু করে পুলিশ। কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। RAF লাঠি উঁচিয়ে তাড়া শুরু করে।
এরই মধ্যে হাওড়া ময়দানে বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদারের মিছিল। মাথায় হেলমেট পরে রাস্তাতেই বসে পড়েন তিনি। পুলিশকে সুকান্ত বলেন, “আপনারা সরে যায়, আমার কর্মীরা শান্তিপূর্ণভাবেই মিছিল এগিয়ে নিয়ে যাবেন। পুলিশের তরফ থেকে বোম মারা হয়েছে। যেভাবে জলকামান মারা হচ্ছে, ইলেক্টিক তারে শর্ট সার্কিট পর্যন্ত হয়। এভাবে যে কারোর মৃত্যু পর্যন্ত হতে পারত। আমরা বাধ্য হয়ে ওখান থেকে চলে আসি। এইভাবে আন্দোলন দমানো যায় না। ইলেক্টিক তারে স্পার্কিং হচ্ছিল।”