Fire: বড় কিছু ঘটার আগেই আগুন নিভিয়ে দিল দমকল, নবান্নর অদূরে আগুন লাগায় চাঞ্চল্য
Nabanna: এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
নবান্ন: আবার আগুনের খবর শহরে। এবার নবান্নের (Nabanna) কাছে পূর্ত দফতরে আগুন লাগার ঘটনা ঘটে। রাজ্য প্রশাসনিক কার্যালয়ের ঠিক পিছনের দিকে এই ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
নবান্নের ঠিক পিছন দিকে অবস্থিত পূর্ত দফতরের এই অস্থায়ী অফিসটি। দ্বিতীয় হুগলী সেতু থেকে মন্দিরতলা যাওয়ার রাস্তার নীচে জড়ো করে রাখা ছিল প্রতিমা নির্মাণের কাঠামো। সন্ধে ছয়টা নাগাদ সেই কাঠামোর খড়ে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন কাজ করলেও পরে আরও দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। এই মুহুর্তে আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
জানা গিয়েছে সেই অফিসের মিটার থেকেই একটি শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিট থেকেই প্রথমে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই গ্রাস করে অফিসের পিছনে গোডাউনে পড়ে থাকা কাঠামো ও শুকনো খড়ে। দাহ্যবস্তুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। নবান্নের কাছে থাকা দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। যার ফলে আগুন বিধ্বংসী রূপ নিতে পারেনি। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
এদিকে, আজই তপসিয়া বাসস্ট্যান্ডের (topsia Bustand) কাছে মজদুর পাড়ার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন নেভাতে ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর মেলেনি।
কলকাতা শহরের অন্যতম ব্যস্ত এলাকা হল তপসিয়া মোড় (Topsia)। প্রতিদিনের মতোই আজও ব্যস্ত ছিল এলাকা। হঠাৎ দুপুর ১২টা নাগাদ তিলজলা থানা এলাকার মজদুর পাড়ার খাল ধারের পাশে থাকা একটি বস্তি থেকে কালো ধোঁয়া বের হতে দেখতে পান এলাকাবাসী। খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তখন ওই এলাকা থেকে গলগল করে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। তৎক্ষণাত খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে তারা। তবে আগুন নেভাতে গিয়ে প্রথমে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে।
যেহেতু বস্তি, সেই কারণে এলাকাটি সম্পূর্ণ ঘিঞ্জি। সেই কারণে ঘটনাস্থান থেকে বেশ খানিকটা দূরে দমকলের গাড়ি দাঁড় করিয়ে জলের পাইপ ভিতরে টেনে আনতে হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও পনেরো থেকে ষোলোটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে।
আগুনের খবর শুনতেই এলাকায় পৌঁছান রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক জাভেদ খান। তিনি দাবি করেন যে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য দাবি করেন মন্ত্রী। জানান যে, এই ঝুপড়ি এলাকায় একটি পাউডারের গোডাউন ছিল। সেই পাউডারের গোডাউন চলত অবৈধভাবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Kunal Ghosh: ‘অর্থচক্র বিজেপিতে’, বিস্ফোরক তথাগত রায়! পাল্টা কুণালের টুইট, ইডি-সিবিআই তদন্ত হোক