Howrah: ন’ বছর পর হাওড়া থেকে ঘরে ফিরল বিহারের মনোজ, সৌজন্যে হ্যাম রেডিয়ো

Ham Radio: ২০১৯ সালের ১৪ই মে কলকাতার জেকে মিত্র রোড থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মনোজ পাসওয়ানকে উদ্ধার করেন মিশনারিজ ওফ চ্যারিটিজের সিস্টাররা।

Howrah: ন' বছর পর হাওড়া থেকে ঘরে ফিরল বিহারের মনোজ, সৌজন্যে হ্যাম রেডিয়ো
ন' বছর আগে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 12:21 AM

হাওড়া: ন’ বছর আগে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার। বিহারের বাঁকা জেলার রিজাউন থানা এলাকার লিলাতৌড়ি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন বছর আঠাশের মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে হারানো ভাগ্নেকে ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন মামা। যখন বাড়ির ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। সেই সময় হঠাৎই মনোজের খবর পায় পরিবার। শনিবার হাওড়ার ‘নবজীবন’ থেকে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন মনোজের বাবা ও মামা।

২০১৯ সালের ১৪ই মে কলকাতার জেকে মিত্র রোড থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মনোজ পাসওয়ানকে উদ্ধার করেন মিশনারিজ ওফ চ্যারিটিজের সিস্টাররা। সেই সময় মনোজ নিজের কাজ নিজে করতে পারতেন না। এমনকী কথাও বের হচ্ছিল না তাঁর মুখ থেকে।

হোম সূত্রের খবর, পরে মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়ে তাঁকে একটু একটু করে সুস্থ করে তোলা হয় হাওড়ার নবজীবনে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করে মনোজ কিছুটা সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে তাঁর পরিচয় জানার চেষ্টা করা হয়। কখনও ভাগলপুর কখনও অন্য কোনও জায়গার নাম বলতেন মনোজ।

তবে ঘুরিয়ে ফিরিয়ে বিহারেরই নানা জেলার কথা উঠে আসত মনোজ পাসওয়ানের মুখে। এরপরই হ্যাম রেডিয়ো সংস্থার সঙ্গে নবজীবনের পক্ষ থেকে যোগাযোগ করে মনোজের বিষয়ে খবর নিতে অনুরোধ করে নবজীবন কর্তৃপক্ষ।

হ্যাম রেডিয়োর সৌজন্যেই এত বছর পর পরিবার তাদের ছেলেকে ফিরে পায়। ছটপুজোর দিনই বাড়ির লোকের সঙ্গে কথা বলেন মনোজ। শনিবার সকালে পরিবারের তরফে মনোজের বাবা ও মামা তাঁকে নিতে আসেন হাওড়ায়। দীর্ঘদিন বাদে ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার।