Firhad Hakim: হাওড়ার সব বেআইনি মদ ও জুয়ার ঠেক বন্ধ করতে পুলিশকে কড়া বার্তা ফিরহাদের
Firhad Hakim: প্রসঙ্গত, নাজিরগঞ্জে বেআইনি মদ ও জুয়ার প্রতিবাদ করতে গিয়ে বছর ৪২-এর রবি রাই নামের এক যুবক খুন হন।
হাওড়া: হাওড়ায় (Howrah) যাতে কোনওভাবে বেআইনি মদের কারবার বন্ধ হয় সেই কারণে হাওড়া সিটি পুলিশ ও গ্রামীন পুলিশকে আরও কড়া পদক্ষেপ করার নির্দেশ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। পাশাপাশি রাজ্যের আবগারি দফতরকেও হাওড়ায় বেআইনি মদের সব কারবার বন্ধ করার দেওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী। বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে নাজিরগঞ্জে যুবক খুনের ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে শনিবার জেলায় এসে এহেন মন্তব্য করেন মন্ত্রী। পাশপাশি গোটা ঘটনায় দোষীদের কড়া শাস্তিরও নির্দেশ পুলিশকে দেন তিনি।
এ দিন মেয়র বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। হাওড়া পুলিশকে আরও সক্রিয় হতে হবে। বেআইনি জুয়া মদের ঠেক বন্ধ করতে হবে। আফগারি দফতরকেও সক্রিয় অভিযান চালাতে হবে।” প্রসঙ্গত, নাজিরগঞ্জে বেআইনি মদ ও জুয়ার প্রতিবাদ করতে গিয়ে বছর ৪২-এর রবি রাই নামের এক যুবক খুন হন। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার পুলিশ শত্রুঘ্ন রজক ও শিবা ছেত্রী নামে দুই যুবককে গ্রেফতার করে। শনিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে তাদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ঘটনার পর থেকে শনিবারও নাজিরগঞ্জের নেপালিপাড়া ছিল থমথমে। এদিনও ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল। মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। এদিকে এদিন সকাল থেকেই ধৃতদের বাড়িতে গিয়ে চড়াও হন এলাকার বাসিন্দারা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে এলাকায় ছিল চাপা উত্তেজনা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কেউ এই ঘটনায় জড়িত কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে ঠিক কী হয়েছিল? কীভাবেই বা রবিকে খুন করা হল তা বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত শিবা ছেত্রী অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। ২০২০ সালে বেআইনি জুয়ার কারবার করার জন্য তার বিরুদ্ধে একটি মামলা হয়। তবে অপর ধৃত শত্রুঘ্নও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কি না তা দেখছেন তদন্তকারী আধিকারিকরা।