Gopal Dalapati’s Wife:‘বড় মেয়ে মারা গিয়েছে’, হৈমন্তীকে নিয়ে কেন একথা বললেন তাঁর মা

Gopal Dalapati's Wife: হৈমন্তীর মা এও জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে তাঁর মেয়ে এখানে এসেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। হৈমন্তী পেশায় একজন মডেল। সূত্রের খবর, তাপস মণ্ডলের হয়ে যখন গোপাল দলপতি কাজ করা শুরু করেন,তখন তাঁর হাতে প্রচুর টাকা আসে।

Gopal Dalapati's Wife:‘বড় মেয়ে মারা গিয়েছে’, হৈমন্তীকে নিয়ে কেন একথা বললেন তাঁর মা
বাঁ দিকে হৈমন্তীর মা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 2:25 PM

বাকসাড়া: গত ২৪ ঘণ্টায় তাঁর নাম এখন শিরোনামে। ডিজিটাল মাধ্যমে তৈরি হয়ে গিয়েছে হ্যাশ ট্যাগ হৈমন্তী! কিন্তু কে এই হৈমন্তী? তিনি আদতে নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী। টলিউডের ‘স্ট্রাগলিং অ্যাক্টর’, তাঁর কাছে নাকি আছে সব টাকা, অন্তত এমনটাই দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ। কিন্তু কে এই হৈমন্তী? কীভাবেই বা তাঁর সঙ্গে গোপালের পরিচয়?

তথ্য তালাসে TV9 বাংলার প্রতিনিধির হাতে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হাওড়ায় বাবার বাড়িতে পৌঁছে যান TV9 বাংলার প্রতিনিধি। জানা যায়, সেখানে গোপাল দলপতির আনাগোনা ছিল। হৈমন্তীর হাওড়ার বাড়িতে বর্তমানে থাকেন তাঁর বাবা-মা ও বোন। এদিন অনেকবার ডাকাডাকির পর দোতলার বাড়ির বারান্দায় এসেছিলেন হৈমন্তীর মা। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর জন্য তাঁর বড় মেয়ে মৃত। তিনি দুঃখপ্রকাশ করেছেন। গোপাল দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই পরিবার মেনে নেয়নি। বহু আগেই গোপাল দলপতির সঙ্গে তাঁর মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে বলেও জানান তিনি।

হৈমন্তীর মা এও জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে তাঁর মেয়ে এখানে এসেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। হৈমন্তী পেশায় একজন মডেল। সূত্রের খবর, তাপস মণ্ডলের হয়ে যখন গোপাল দলপতি কাজ করা শুরু করেন,তখন তাঁর হাতে প্রচুর টাকা আসে। তখনই হৈমন্তীর সঙ্গে গোপালের আলাপ হয়। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তাঁরা পরবর্তীকালে বিয়ে করেন। তবে গোপাল আরমান গঙ্গোপাধ্যায় নাম নেওয়ার আগেই হৈমন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছিল।

যদিও প্রতিবেশীরা জানিয়েছেন, গোপালের এই বাড়িতে যাতায়াত ছিল। মাঝেমধ্যেই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত বড় দামী গাড়ি। কুন্তলের ফাঁস করা এই ‘রহস্যময়ী’ মহিলাকে নিয়ে স্বাভাবিকভাবেই চড়ছে রহস্যের পারদ।