Howrah Chaos: ‘১৪৪ ধারা ভেঙে মন্ত্রী কীভাবে যায়?’, শিবপুরে পুলিশের বাধা পেতেই প্রশ্ন সুকান্তর
Howrah: এ দিকে, এই অশান্তির জেরে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে রবিবার হাওড়ায় পৌঁছন বিজেপি রাজ্য সভপতি সুকান্ত মজুমদার।
শিবপুর: তিন দিন পর রবিবার থেকে ছন্দে ফিরছে হাওড়া শিবপুর। বৃহস্পতিবার থেকে ওই এলাকা অশান্তির জেরে জনজীবন ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের তৎপরতায় আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। এই ঘটনার তদন্ত ভার হাতে নেয় সিআইডি (CID)। শনিবার এলাকা খতিয়ে দেখেন আধিকারিকরা। তদন্তের নেতৃত্ব দেন আইজি সিআইডি (ওয়ান) বিশাল গর্গ ও ডিআইজি সিআইডি (অপারেশন) সুখেন্দু হিরা। তাঁরা নিজস্ব ফটোগ্রাফার নিয়ে এলাকায় ঘোরেন। স্টিল ছবির পাশাপাশি চলে ভিডিয়োগ্রাফি। ড্রোন উড়িয়ে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। ক্ষতিগ্রস্তদের বাড়ি ও দোকান পরিদর্শন করেন তদন্তকারীরা। বিস্তৃর্ণ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। উল্লেখ্য এদিন আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে হাওড়ার শিবপুরে পৌঁছন বিজেপি রাজ্য সভপতি সুকান্ত মজুমদার।
- বিজেপি নেতা বলেন, “তৃণমূল পুলিশকে নিজেদের ক্যাডারদের মতো ব্যবহার করছে। এখানে অনেক বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আমাদের এক কর্মীর বাবাকে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে তাঁর বাবাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হবে। ওই এলাকায় আহত প্রচুর মানুষ এখনও আমাদের ফোন করে সাহায্য চাইছেন।”
- সুকান্ত মজুমদার বলেন, “পুলিশের সামনেই মন্ত্রী অরূপ রায় ১৪৪ ধারা ভেঙে এলাকায় এসেছেন। সেই সময়ট পুলিশ কোনও পদক্ষেপ করেনি। অথচ আমাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন?”
- পুলিশকে সুকান্ত প্রশ্ন করেন, ‘এর আগে ১৪৪ ধারা ভঙ্গের জন্য আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?’
- ১৪৪ ধারার যুক্তি দিয়ে পুলিশ সুকান্ত মজুমদারকে বাধা দেয় বলে খবর।
- পুলিশের বিরুদ্ধে দফায়-দফায় বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা।
- সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় পুলিশ।
- সুকান্তর কনভয়ের আগে হাওড়া সিটি পুলিশের পাইলট কার, পিছনে পাইলট।
- সকালবেলাই এলাকায় পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি। তাঁকে ঘিরে বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করেন।