Howrah Municipal Corporation: ভোটের কাঁটায় জেরবার হাওড়া পুরসভায় এবার অস্থায়ী কর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি

Howrah: ২০১৭ সাল থেকে ৭-৮ হাজার টাকা বেতন দিয়ে ৪১৯ জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়।

Howrah Municipal Corporation: ভোটের কাঁটায় জেরবার হাওড়া পুরসভায় এবার অস্থায়ী কর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি
নতুন সঙ্কটে হাওড়া পুরনিগম। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 9:04 PM

হাওড়া: একে তো নির্বাচন নিয়ে বিশ বাঁও জলে হাওড়া পুরনিগম (Howrah Municipal Corporation)। এরইমধ্যে আবার নতুন কাঁটা অস্থায়ী কর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি। হাওড়া পুরসভায় ৪১৯ জন অস্থায়ী কর্মচারীর চুক্তির পুনর্নবীকরণ না হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, গত তিন মাসের বকেয়া বেতনও পাননি এই অস্থায়ী কর্মচারীরা বলেই অভিযোগ। ফলে পুর প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এমনকী আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান না হলে এই কর্মচারীদের পাশাপাশি পুরসভার তৃণমূল পরিচালিত কর্মচারী সংগঠনও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী শুক্রবার জানান, সমস্যার সমাধানে পুরসভার তরফে ইতিপূর্বেই যা যা করণীয় করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। চুক্তিভিত্তিক এই কর্মচারীদের ফাইল পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠানো হয়েছে। সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার জন্য প্রত্যেকদিনই পুর দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।ন

হাওড়া পুরসভার আইএনটিটিইউসি পরিচালিত কর্মচারী সংগঠন হাওড়া পুর স্থায়ী কর্মচারী সমিতির সহ সভাপতি গুরুচরণ চট্টোপাধ্যায় জানান, স্বাস্থ্য, রাস্তা, জল নিকাশির মতো বিভিন্ন দফতরে ২০১৭ সাল থেকে ৭-৮ হাজার টাকা বেতন দিয়ে ৪১৯ জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়। কিন্তু তাঁদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে। এ বছর চুক্তির পুনর্নবীকরণও হয়নি। ফলে এই সমস্ত কর্মচারীরা অনেকেই টাকা না পেয়ে আর্থিক সঙ্কটে রয়েছেন। পুর কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে।

গুরুচরণ চট্টোপাধ্যায়ের কথায়, ১৫ তারিখের মধ্যে সমস্যার সমাধান না হলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রসঙ্গত, বকেয়া বেতন না পেয়ে ও চুক্তির পুনর্নবীকরণ না হওয়ায় ৪১৯ জনের মধ্যে ইতিপূর্বেই বেশ কয়েকজন কর্মচারী কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। বর্তমানে ৩৫০ জন কর্মচারী কাজ করছেন। এর আগে ২০১৮ সালে একই দাবিতে পুরসভায় কমিশনারকে ঘেরাও করে আন্দোলন করেছিলেন এই কর্মচারীরা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা