TMC: ‘কান খুলে শুনুন ভোটে মাইনাস হলেই ছাড়তে হবে পদ’, দলের কর্মীদেরই হুঁশিয়ারি TMC বিধায়কের

TMC: "শুনতে খারাপ লাগবে আপনাদের। কান খুলে শুনে নিন। ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ২৪৮টি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, ৪৮ টি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, ৪টি জেলা পরিষদের সদস্য-সদস্যা আছেন।

TMC: 'কান খুলে শুনুন ভোটে মাইনাস হলেই ছাড়তে হবে পদ', দলের কর্মীদেরই হুঁশিয়ারি TMC বিধায়কের
সমীর পাঁজাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 7:36 PM

উলুবেড়িয়া: কয়েকদিন আগে কোচবিহারে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠকে। এবার সেই একই ছবি ধরা পড়ল উলুবেড়িয়ায়। সেখানে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে গিয়ে দলেরই লোকজনকে হুমকি দিলেন উদয়নারায়নপুরের তৃণমূলের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান সমীর পাঁজা।

শনিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রচারে যান সাজদা। তাঁর সঙ্গে ছিলেন সমীর পাঁজাও। সেখানে একটি কর্মী সভা চলছিল। সেই সভা থেকেই তৃণমূল বিধায়ক এহেন নিদান দেন। যা নিয়ে জোর চাঞ্চল্য।

কী বলেছেন সমীর পাঁজা? “শুনতে খারাপ লাগবে আপনাদের। কান খুলে শুনে নিন। ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ২৪৮টি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, ৪৮ টি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, ৪টি জেলা পরিষদের সদস্য-সদস্যা আছেন। যে জায়গায় মাইনাস হবে, আমাকে বলতে না হয়, ৪ঠা জুনের পরের দিন অর্থাৎ ৫ই জুন আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনও রকম বিরোধ নয় কোথাও কোনও রেয়াৎ নয়। কারণ তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন মানুষের পাশে থাকে।”