লকডাউনের মধ্যে বাংলায় ভুটানি মদের রমরমা! আঙুল প্রশাসনের একাংশের দিকেই

করোনা (Corona) আবহে সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা ও ভুটান সীমান্ত। কিন্তু তার মধ্যেও ভুটান (Bhutan) থেকে আসা মদের রমরমা চলছে ডুয়ার্সে (Dooars)।

লকডাউনের মধ্যে বাংলায় ভুটানি মদের রমরমা! আঙুল প্রশাসনের একাংশের দিকেই
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: May 07, 2021 | 6:39 PM

ধূপগুড়ি: করোনা (Corona) আবহে সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা ও ভুটান সীমান্ত। কিন্তু তার মধ্যেও ভুটান (Bhutan) থেকে আসা মদের রমরমা চলছে ডুয়ার্সে (Dooars)। করোনাভাইরাসের আতঙ্কে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। বন্ধ রয়েছে ডুয়ার্সের গা-ঘেঁষা পার্শ্ববর্তী দেশ ভুটান সীমান্তের দু’দুটি গেট। তার মধ্যেও অবৈধ ভুটানি মদের ব্যবসা চলছে বাংলায়। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি হানায় উদ্ধার হয় পাঁচশো বোতল অবৈধ ভুটানি মদ। গ্রেফতার করা হয়েছে সত্যজিৎ রায় নামে এক ব্যক্তিকে।

স্থানীয় সূত্রে খবর, বর্তমানে করোনা পরিস্থিতিতে আংশিক লকডাউনে ফের এলাকায় ব্যাপক মদের চাহিদা বেড়েছে। আর সুরা প্রেমীদের চাহিদা মেটাতে ঝালটিয়ার এক মদ ব্যবসায়ী মোটা মুনাফার লোভে অবৈধ ভুটানি মদ মজুত করে রাখেন তাঁর পাশের একটি বাড়িতে। তবে গোপন সূত্রে খবর পেয় বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় ধূপগুড়ি থানার পুলিশ। বাজেয়াপ্ত হয় লক্ষাধিক টাকার মদ, গ্রেফতার হন সত্যজিৎ রায় নামে ওই ব্যবসায়ী।

এদিকে এই ঘটার মধ্যে স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে তা হল, ভুটান গেট বন্ধ থাকার পরেও ঠিক কীভাবে সে দেশের মদ ঢুকছে ভারতে? তাহলে কি বর্ডারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের প্রশাসনের একটা অংশের মদত রয়েছে এই অবৈধ মদ পাচার কাণ্ডে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: নিশীথ-জগন্নাথ কি সাংসদ পদ ছাড়বেন নাকি বিধায়ক পদ? শপথে অনুপস্থিতি বাড়াল জল্পনা

পুলিশ জানিয়েছে, ধৃত সত্যজিতকে শুক্রবার আদালতে তোলা হয়। তাঁর সঙ্গে এই মদ পাচারে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।