Lok Sabha Elections: বুথের সামনে BJP বিধায়ক শিখাকে ‘বাধা’ পুলিশের, আটকের চেষ্টা হতেই তুলকালাম
Lok Sabha Elections: শিখা চট্টোপাধ্যায়ের একটাই দাবি অ্যারেস্ট ওয়ারেন্ট আনুক পুলিশ। তারপরই বাকি কথা। একই কথা বিজেপি কর্মীদেরও। তাঁদের দাবি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনওভাবেই তাঁরা তাঁদের বিধায়ককে নিয়ে যেতে দেবেন না।
শিলিগুড়ি: প্রথম পর্বের ভোটে দফায় দফায় উত্তেজনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। জেলার নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। পিছিয়ে নেই জলপাইগুড়িও। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে লাগাতার এসেছে অশান্তির ছবি। মহামন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাঁর গাড়ি আটকানোরও অভিযোগ উঠেছে। মুহূর্তেই তপ্ত হয়ে যায় এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চলতে থাকে ধস্তাধস্তি।
সূত্রের খবর, বুথে ঢোকেননি শিখা। কিন্তু, বুথের ২০০ মিটারের মধ্যে যেতেই বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা পেয়ে ওই জায়াগাতেই অনুগামীদের নিয়ে বসে পড়েন শিখা। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় পুলিশের।
শিখা চট্টোপাধ্যায়ের একটাই দাবি অ্যারেস্ট ওয়ারেন্ট আনুক পুলিশ। তারপরই বাকি কথা। একই কথা বিজেপি কর্মীদেরও। তাঁদের দাবি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনওভাবেই তাঁরা তাঁদের বিধায়ককে নিয়ে যেতে দেবেন না। কেন শিখা দেবী বুথে গেলে আপত্তি জানাচ্ছে পুলিশ? এই প্রশ্ন তুলে সুর চড়াচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁরাও পাল্টা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।
এদিকে তীব্র গরমের মধ্যেও ভোটের হার বেশ ভালই রয়েছে উত্তরের তিন জেলায়। বেলা ১ টা পর্যন্ত ভোটের হার ৫০.৯৬ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫১.৫৮ শতাংশ। কোচবিহারে ভোটের হার ৫০.৬৯ শতাংশ। জলপাইগুড়িতে বেলা ১টা পর্যন্ত ভোটের পড়েছে ৫০.৬৫ শতাংশ।