Jalpaiguri: ‘প্রতিশ্রুতির’ পরও মেলেনি চাকরি, পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রাক্তন KLO জঙ্গিদের

KLO: জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোর দফতরে এসে একটি স্মারকলিপিও তুলে দেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যানরা।

Jalpaiguri: 'প্রতিশ্রুতির' পরও মেলেনি চাকরি, পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রাক্তন KLO জঙ্গিদের
প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 11:57 PM

জলপাইগুড়ি: চাকরির দাবিতে ফের সরব প্রাক্তন কেএলও (KLO) জঙ্গি ও লিঙ্কম্যানরা। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও জমা দিলেন তাঁরা। প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানদের দাবি, তাঁরা রাজ্যের শাসক দলের বার্তায় সারা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। সেই সময় তাঁদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। অনেকে চাকরি পেয়েছেন। কিন্তু সকলের এখনও চাকরি জোটেনি বলেই দাবি প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানদের। তাঁদের বক্তব্য, এখনও পর্যন্ত ৪৪২ জন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যান এখনও চাকরি পাননি।

এমন অবস্থায় তাঁদের দাবি, দ্রুত তাঁদের চাকরির ব্যবস্থা করা হোক। এই দাবিতে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোর দফতরে এসে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। এই নিয়ে সোমবার পুলিশ সুপারের দফতরের সামনে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল। নিজেদের দাবির বিষয়ে প্রাক্তন কেএলও জঙ্গি জ‍্যোৎস্না রায় বলেন, “আমাদের সংগঠনের অনেকে ইতিমধ্যেই সরকারি চাকরি পেয়েছে। তবে আরও ৪০০ জনের বেশি প্রাক্তন কেএলও এবং লিঙ্ক‌ম‍্যানের চাকরি হয়নি।” অবিলম্বে সমস্ত প্রাক্তন কেএলও এবং লিঙ্কম‍্যানদের স্থায়ী চাকরির ব‍্যবস্থা না করা হলে গোটা উত্তর‌বঙ্গ জুড়ে আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই স্মারকলিপির বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, প্রাক্তন কেএলও নেত্রী জ্যোৎস্না রায় এসেছিলেন। স্মারকলিপি পেয়েছেন। এদের চাকরির বিষয়টি সরকারের বিবেচনাধীন। এই বিষয়ে অর্ডার এলে নিশ্চয়ই তাঁরা চাকরি পাবেন।

প্রসঙ্গত, প্রাক্তন কেএলও-দের চাকরির জন্য এই দাবি এটাই প্রথম নয়। এর আগেও চাকরির দাবিতে এর আগেও একাধিকবার সরব হয়েছেন প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা। রাজ্যের বর্তমান সরকার ইতিমধ্যেই অনেকের নিয়োগের ব্যবস্থাও করেছে। অনেকেরই হোমগার্ড পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনও অনেকের চাকরি বাকি। এমন অবস্থায় দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা হয়, সেই দাবি তুলেছেন চাকরি না পাওয়া প্রাক্তন কেএলও জঙ্গি ও লিঙ্কম্যানরা।