Rahul Gandhi: পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে, বাংলায় বদলে গেল রাহুল গান্ধীর কর্মসূচি
Rahul Gandhi: ন্যায় যাত্রায় জলপাইগুড়ি রুটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে জলপাইগুড়ি আসেন জাতীয় কংগ্রেস এর সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। এদিন তাঁর সঙ্গে রুট পরিদর্শনে ছিলেন আইসি ট্র্যাফিক সৈকত ভদ্র।
জলপাইগুড়ি: আগামী ২৮ জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা করতে জলপাইগুড়ি আসছেন রাহুল গান্ধী। এই উপলক্ষে জেলা কংগ্রেসের তরফে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বেলা ১২টা নাগাদ। জলপাইগুড়ি শহরেই পদযাত্রা ও সভা করার কথা রয়েছে। এরপর শহরের এ বি পি সি ময়দানে তাঁর মধ্যাহ্নভোজ করার কথা। তারপর তিনি শিলিগুড়ি চলে যাবেন।
কিন্তু, ওইদিন বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে। তাতেই সামান্য বদল হচ্ছে রাহুলের কর্মসূচিতে। সূত্রের খবর, ওইদিন বেলা দেড়টার পর শহরে আসবেন রাহুল গান্ধী। ন্যায় যাত্রায় জলপাইগুড়ি রুটের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে জলপাইগুড়ি আসেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। এদিন তাঁর সঙ্গে রুট পরিদর্শনে ছিলেন আইসি ট্র্যাফিক সৈকত ভদ্র।
গোলাম আহমেদ মীর বলেন, যেহেতু ওইদিন পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে তাই রাহুল গান্ধী ওইদিন পরীক্ষা শেষ হওয়ার পর জলপাইগুড়ি শহরে আসবেন। শহরে ঢোকার আগেই কোনও একটি যায়গায় মধ্যাহ্নভোজ করবেন। প্রসঙ্গত, হাতে আর মাত্র ক’টা দিন। বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। এদিকে ইন্ডিয়া জোটে জট ক্রমশ বেড়েই চলেছে। আসন রফা নিয়ে জট আরও পাকাচ্ছে। কংগ্রেসকে লাগাতার খোঁচা দিচ্ছেন মমতা। বাংলায় আবার ইতিমধ্যেই একা লড়ার ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই প্রেক্ষাপটে বাংলায় পড়ছে রাহুলের পা। ভোটমুখী বাংলায় তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক কারবারিদের একটা বড় অংশ।