না কোনও জাল নয়! এবার ছিপেই ধরা পড়লো কুড়ি কেজি ওজনের রুপোলি বোয়াল মাছ। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মৎস্য প্রেমী মহলে।
জলপাইগুড়ি শহরের বাসিন্দা বিষ্ণু রায় ও তাপস মজুমদার। এরা দুই বন্ধু বরাবরের মৎস্য শিকারি। প্রতিদিন সকালে দুই বন্ধু মিলে নিয়ম করে করলা নদীতে নৌকা চালিয়ে ছিপ মাছ ধরে। শনিবার সকালেও তাঁরা। মাছ ধরতে নৌকা নিয়ে নদীতে নেমে পড়েন।
মূলত, তাঁদের উদ্দেশ্য ছিল ছোট মাছ ধরার। তাই তাঁরা বড়শিতে শ্যাওলা টোপ লাগিয়ে নদীতে ছিপ ফেলেছিল। সেই সময় ছোট মাছ খেতে এসেছিল মস্ত বড় বোয়াল মাছটি। তখনই খেয়ে ফেলে তাদের টোপ। সঙ্গে-সঙ্গে তাঁদের বড়শিতে আটকে যায় পেল্লাই সাইজের রুপোলি বোয়াল মাছটি। এরপর প্রায় চার ঘণ্টার চেষ্টায় মাছটিকে তাঁরা কাবু করে। এরপর মাছটিকে নদীর পাড়ে তোলেন।
অপরদিকে বড় মাছ ছিপে আটকেছে এই খবর চাউর হতেই করলা নদীর বাবুঘাট সংলগ্ন এলাকায় ভিড় জমান মানুষজন। নদীপারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে তাঁরা মাছ ধরা উপভোগ করেন। সঞ্জয় হেলা নামে এক উৎসাহী জনতা জানালেন অনেকদিন পর এতবড় সাইজের বোয়াল মাছ হাত ছিপে ধরা পড়ল। মাছ ধরা দেখতে প্রচুর মানুষ এসেছিল।
স্থানীয় মৎস্যজীবীদের ধরাণা রুপোলি বোয়াল মাছ তিস্তা নদীতে বেশি পাওয়া যায়। করলা নদীতে পাওয়া যায় সোনালী বোয়াল। কিন্তু এইবার প্রচণ্ড বর্ষা হয়েছে জলপাইগুড়িতে। সেই সময় তিস্তা নদী ফুলে ওঠায় জল উপচে পড়ে করলা নদীতে ঢুকেছিল। আর সেই জলের সঙ্গেই পেল্লাই আকৃতির রুপোলি বোয়াল মাছ করলা নদীতে এসেছে। এরপর আরও বেশ কিছু মাছ পাওয়া যাবে বলে ধারণা তাঁদের।