Harassment: পিছন থেকে কিশোরীর সাইকেল টেনে ধরল যুবক, সরব হতেই মারমুখী
Jalpaiguri News: পরিবারের অভিযোগ, কিশোরী প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক যুবক তার রাস্তা আটকায়। প্রথমে তার ফোন নম্বর চায়।
ধূপগুড়ি: প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর পথ আটকানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ধূপগুড়ি (Dhupguri) থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ওই ছাত্রীর রাস্তা আটকে উত্ত্যক্ত করেন যুবক। কিশোরী রুখে দাঁড়াতেই তাঁর গলা টিপে ধরেন বলে অভিযোগ তুলেছেন বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু এখনও অভিযুক্ত গ্রেফতার হননি বলে অভিযুক্তের পরিবার জানিয়েছে। ধূপগুড়ি ব্লকের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়।
পরিবারের অভিযোগ, কিশোরী প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক যুবক তার রাস্তা আটকায়। প্রথমে তার ফোন নম্বর চায়। তা দিতে আপত্তি করায় সাইকেল আটকে ধরে গায়ে হাত তোলে। তাতে খিমচি লাগে ছাত্রীর গলায়। বৃহস্পতিবার রাতেই ধূপগুড়ি থানায় অভিযোগ জানানো হয় বলে দাবি করেছেন পরিবারের লোকেরা। তবে অভিযোগ শুক্রবার পুলিশ ‘রিসিভ’ করে বলে দাবি পরিবারের।
ওই ছাত্রীর মা বলেন, “পড়তে যাচ্ছিল মেয়ে। সেসময় মোবাইল নম্বরটা চায়। দিতে চায়নি মেয়ে। এরপরই ছেলেটা পিছু পিছু যায়। মেয়ে পড়তেও ঢোকে। বাড়ি ফেরার পথে ছেলেটা পিছন থেকে ওর সাইকেল টেনে ধরে। মেয়ে সাইকেল থেকে নামতেই বলে ফের নম্বর চায়। মেয়ে দিতে রাজি না হওয়ায় গলা টিপে ধরে।” ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানোর জন্য জলপাইগুড়ি নিয়ে যেতে বলা হয় বলে দাবি করেছে বাড়ির লোকেরা।
থানায় যে অভিযোগপত্র জমা দিয়েছে পরিবার, সেখানে তারা উল্লেখ করেছে দ্বাদশ শ্রেণির ছাত্রীর শরীরের ‘আপত্তিকর অংশে’ হাত দিয়েছেন অভিযুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।