Jalpaiguri: রাত হলেই দাপিয়ে বেড়ায় ওরা, ভোটের আগে কী ব্যবস্থা নিল বনদফতর

Jalpaiguri:একই সঙ্গে দিয়ে আসা হচ্ছে একটি জরুরি ফোন নম্বর।এমনকী দিয়ে আসা হচ্ছে পটকা, ভোট কর্মীদের হাতে। যদি রাতে কোনও বন্যপ্রাণী ভোট গ্রহণ কেন্দ্রে চলে আসে তাহলে যাতে তৎক্ষণাৎ বনকর্মীদের তারা জানাতে পারেন, সেই কারণেই নম্বরটি দিয়ে আসা হয়েছ।

Jalpaiguri: রাত হলেই দাপিয়ে বেড়ায় ওরা, ভোটের আগে কী ব্যবস্থা নিল বনদফতর
বুথকর্মীদের সাহায্যে বনদফতরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 9:01 PM

জলপাইগুড়ি: বিধানসভা উপনির্বাচনের বনকর্মীদের বাড়তি দায়িত্ব। তাই মাদারিহাট বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এবং সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বেশ কিছু চা-বাগান এবং জঙ্গল লাগোয়া এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। যে বুথগুলিতে বড় কর্মীদের তরফে প্রচার চালানো হচ্ছে। রাতের বেলা গিয়ে দিয়া আসা হচ্ছে জরুরি নাম্বার এবং পটকা।

অনেকগুলি বুথ হাতিদের করিডরের পাশ দিয়ে রয়েছে। তাছাড়া সন্ধের পর চা বাগানের রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় চিতাদের। তেমনটাই দাবি চা শ্রমিকদের। কয়েকদিন আগে পাশের বাগানে চিতা বাঘের হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তাই প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে বনদফতরের তরফে গিয়ে ভোট কর্মীদের অভয় দিচ্ছেন।

একই সঙ্গে দিয়ে আসা হচ্ছে একটি জরুরি ফোন নম্বর।এমনকী দিয়ে আসা হচ্ছে পটকা, ভোট কর্মীদের হাতে। যদি রাতে কোনও বন্যপ্রাণী ভোট গ্রহণ কেন্দ্রে চলে আসে তাহলে যাতে তৎক্ষণাৎ বনকর্মীদের তারা জানাতে পারেন, সেই কারণেই নম্বরটি দিয়ে আসা হয়েছ। বনদফতর সূত্রে খবর, হাতি-চিতার আনাগোনা রয়েছে এমন এলাকায় ১৫ টি বুথ রয়েছে।