জল খেতে এসে বিদ্যুত্স্পৃষ্ট, ফের মৃত্যু হাতির
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার গায়ে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
TV9 বাংলা ডিজিটাল: ফের এক পূর্ণ বয়স্ক হাতির রহস্যজনক মৃত্যু (Elephant Died in Jhargram)। মেদিনীপুরের খড়্গপুর বন বিভাগের ঝাড়গ্রামের সাঁকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে লেপসি বাঁধের পাশে একটি হাতির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
গ্রামবাসীরা জানান, সোমবার ভোরেই চারটে হাতি গ্রামে ঢোকে। এই চত্বরেই রয়েছে লেপসি বাঁধ। বাঁধের পাশে রয়েছে হাইটেনশন তার। একটি গাছের ডাল সেই তারের ওপর পড়েছিল (Elephant Died in Jhargram)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঁধের জল খাওয়ার চেষ্টা করেছিল হাতিটি। তাতেই বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তার। অথবা ওই গাছের সংস্পর্শে এসেছিল হাতিটি। তার থেকেও ঘটতে পারে মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন: অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার গায়ে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।