Jhargram Crime: উটকো গন্ধটা নাকে আসছিল অনেকক্ষণই, ঘরের ভিতর স্বামীর এই কাণ্ড দেখে ‘থ’ স্থানীয় বাসিন্দারা
Jhargram: প্রতিবেশীরাই আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। এরপর বাড়িতে থাকা তার স্ত্রী ও দুটি বাচ্চাকে উদ্ধার করে।
ঝাড়গ্রাম: বিয়ে হয়েছিল প্রায় আট-ন’বছর আগে ওদের। দুই সন্তানও রয়েছে দম্পতির। কিন্তু প্রতিনিয়ত ঝগড়া অশান্তিতে জেরবার স্বামী-স্ত্রী। তাই ‘চরম মুক্তির’ পথে বেছে নিল স্বামী। স্ত্রী ও নিজেরই দুই সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর। গোটা ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
ঝাড়গ্রামের ঘটনা। সেখানে সাঁকরাইল ব্লক এর রোহিনি সংসদের ডাঙ্গরসাই গ্রাম। সেখানেই বাস রানা দম্পতির। স্থানীয় সূত্রে খবর, স্বামী পিন্টু রানা তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া-অশান্তি করতে থাকেন। এরপর তাঁর স্ত্রী শিশু দু’টিকে নিয়ে বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েন। অভিযোগ, সেই সময় পিন্টু বাবু বাড়িতে আগুন লাগিয়ে স্ত্রী সহ দুই বাচ্চাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন।স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে আসেন।
তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন প্রথমে। এরপর বাড়িতে থাকা তার স্ত্রী ও দুটি বাচ্চাকে উদ্ধার করে। তবে বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দারা। তারা শিশুদের পোশাক সহ ওই পরিবারকে বেশ কিছু জিনিসপত্র সাহায্য করেছে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন, “কালকে রাত্রিবেলা স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। সেই অশান্তি চরম আকার ধারন করে। এরপর ওই মহিলা নিজের সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। তখনই হঠাৎ স্বামী নেশার ঘোরে আগুন লাগিয়ে দেন। তখনই ঘর ভস্মীভূত হয়ে যায়। রাত্রিবেলা খবর পাওয়ার পর থানায় যোগাযোগ করি। পুলিশ এসে ওদের উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করে।”