Jhargram Bus Accident: বিকট শব্দে শুনে ছুটে এসেছিলেন গ্রামবাসীরা, যাত্রীরা তখন রক্তাক্ত অবস্থায় বাসের ভিতর কাতরাচ্ছেন…
Jhargram Bus Accident: খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝাড়গ্রাম: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম লোধাসুলি ৫ নম্বর রাজ্য সড়কের মাঝে বরিয়া এলাকায়। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। কারোর মাথায়, কোরোর হাতে-পায়ে চোট লেগেছে। স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। কীভাবে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকের রগড়া থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল ওই যাত্রীবাহী বাসটি। বরিয়া এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। বাসটি টাল খেয়ে আচমকাই উল্টে যায়। বাসে থাকা সকল যাত্রীই কম বেশি আহত হন। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন।
তারপর পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরানোর ব্যবস্থা করে। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, সেটা নিয়ে ধন্দ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হতে পারে বাসের সামনে কোনও সাইকেল কিংবা ভ্যান চলে আসায় পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা সকালে হঠাৎ একটা ভীষণ জোরে শব্দ শুনতে পেয়েছিলাম। কী হয়েছে দেখতে বেরিয়ে আসি। দেখি, বাসটা পুরো কাত হয়ে উল্টে গিয়েছে। যাত্রীরা ভিতরেই আটকে পড়েছিলেন। তাঁদেরকে আমরাই প্রথমে বার করে আনতে থাকি।”