ভিডিয়ো তুলতে বাধা দিয়ে সালিশি সভায় মার খেতে হল বিচারপ্রার্থীদের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম জিয়াউল হক (৪৯) ও তাঁর শ্যালক আক্তারুল হক(৩০)।
মালদা: ঘরোয়া বিবাদের মীমাংসা করতে গ্রামে বসানো হয়েছিল সালিশি সভা। সেই সালিশি সভায় ভিডিয়ো তোলা নিয়ে তুমুল গণ্ডগোল। বিচারের আশায় যাঁরা সালিশি সভায় এসেছিলেন, তাঁদেরকেই মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার জেরে আহত অবস্থায় ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ফের সালিশি সভায় হামলার অভিযোগ উঠল মালদায়। সালিশি সভায় মোবাইলে ছবি তোলার প্রতিবাদ করায় বিচারপ্রার্থীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নারায়ণপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম জিয়াউল হক (৪৯) ও তাঁর শ্যালক আক্তারুল হক(৩০)। চার বছর আগে জিয়াউলের ভাইঝির বিয়ে হয় অভিযুক্ত খালেক শেখের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকে অত্যাচার চলছিল বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে মাস তিনেক আগে জিয়াউলের ভাইঝি ফিরে যান বাপের বাড়িতে। এই পারিবারিক বিবাদের মীমাংসা করার জন্য এলাকায় বসে সালিশি সভা। সেই সভায় অভিযুক্ত খালেকের এক আত্মীয় মোবাইলে ভিডিয়ো করছিল। জিয়াউলরা তার প্রতিবাজ করেন। ভিডিয়ো তুলতে বারণ করেন। অভিযোগ এরপরই ব্য়াপক মারধর করা হয় তাঁদের। সেই মারের জেরেই জিয়াউল ও আক্তারুল গুরুতর আহত হন। তখন তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয় পুলিশে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।