Businessman kidnapped: ‘৩৫ লক্ষ টাকা মুক্তিপণ চাই…’, ২৪ ঘণ্টার মধ্যেই ফিল্মি কায়দায় পৌঁছে গেল পুলিশ

Businessman kidnapped: সোমবার সকালে গুড়াপ থানার হাজিগর রেল স্টেশন এলাকায় একটি বাড়ি আবু বক্কর খানকে উদ্ধার করে দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জসিমুদ্দীন মল্লিক ও শেখ সাইদুল রহমান। দুজনেই গুড়াপ থানা এলাকার বাসিন্দা।

Businessman kidnapped: '৩৫ লক্ষ টাকা মুক্তিপণ চাই...', ২৪ ঘণ্টার মধ্যেই ফিল্মি কায়দায় পৌঁছে গেল পুলিশ
অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 6:28 PM

হুগলি:  আমেদাবাদে সোনার ব্যবসা করতেন হরিপালের গোপালপ্রসাদ পুরের বাসিন্দা আবু বক্কর খান। দিন ১৫ আগে বাড়ি ফিরেছিলেন তিনি। রবিবার রাতে বর্ধমান যাচ্ছেন বলে নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন আবু বক্কর খান। বর্ধমান যাওয়ার পথে তাঁকে গুড়াপ থানা এলাকায় অপহরণ করা হয়ে বলে অভিযোগ। কার্যত ফিল্মি কায়দায় তাঁকে উদ্ধার করল পুলিশ।

সোমবার সকালে গুড়াপ থানার হাজিগর রেল স্টেশন এলাকায় একটি বাড়ি আবু বক্কর খানকে উদ্ধার করে দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জসিমুদ্দীন মল্লিক ও শেখ সাইদুল রহমান। দুজনেই গুড়াপ থানা এলাকার বাসিন্দা।

আবু বক্কর খানের স্ত্রী নাসমা বিবি হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে তাঁর স্ত্রীর কাছ থেকে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন এসেছিল। এরপর হরিপাল থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে ও আবু বক্কর খানকে উদ্ধার করে। দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণ করে খুনের পরিকল্পনা করার মামলা রুজু করা হয়েছে।

আজ ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেন নিয়ে সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।