Malda Bomb: বোমা,গুলি,আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগ, ৮ তৃণমূল কর্মীকে পুলিশ ধরতেই থানায় বিক্ষোভ বাকিদের

Malda: মালদার মানিকচকের ঘটনা। সোমবার মিছিল করে তৃণমূল কর্মীরা।

Malda Bomb: বোমা,গুলি,আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগ, ৮ তৃণমূল কর্মীকে পুলিশ ধরতেই থানায় বিক্ষোভ বাকিদের
তৃণমূল কর্মীদের বিক্ষোভ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 11:26 AM

মালদা: বগটুইয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বোমা ও আগ্নেয়াস্ত্রের খোঁজে রাজ্য জুড়ে চলছে তল্লাশি অভিযান। গত এক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যত বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা নিয়ে সরব বিরোধীরা। রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছে বিরোধীরা। এরই মধ্যে আবার বোমা, গুলি, আগ্নয়াস্ত্র মজুত করার অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে আটক পুলিশের। এই ঘটনার পরই থানায় ঢুকে বিক্ষোভ দেখাল তৃণমূল নেতা-কর্মীরা।

মালদার মানিকচকের ঘটনা। সোমবার মিছিল করে তৃণমূল কর্মীরা। স্লোগান দিতে-দিতে মানিকচক থানার ভেতর ঢুকে পড়ে তাঁরা। ওই তৃণমূল কর্মীদের দাবি যাদেরকে পুলিশ আটক করেছে তারা প্রত্যেকে নির্দোষ। সেই কারণে তাদের ছেড়ে দিতে হবে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও ক্ষুব্ধ পুলিশ আধিকারিকরা।

তৃণমূল নেতা বলেন, “গোপালপুরে জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সেই কারণে পুলিশ তল্লাশি অভিযান চালায়। তখনই আমাদের ৮ জন কর্মীকে আটক করে। পুলিশের অভিযোগ আমাদের ওই কর্মীদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, কিন্তু আসল যারা দোষী তাদের গ্রেফতার না করে পুলিশ আমাদের কর্মীদের বেছে-বেছে ধরছে। শুধু সন্দেহের উপর ভিত্তি করে এই আটক। এই বিষয়ে কথা বলছিলাম আজ থানায়। বিনা কারণে ওদের আটক করা হয়েছে। দু’দি ধরে রয়েছে ওরা থানায়।”

মূলত মানিকচকে তৃণমূলের দুই নেতা সৈফুদ্দিন সেখ ও মহম্মদ নাসিমের বিবাদ নিয়েই ঘটনার সূত্রপাত। এলাকায় ক্ষমতা দখলের লড়াইয়ে মজুত করা হয়েছে অস্ত্র,বোমা। এমনই পুলিশের অনুমান। আর তার ভিত্তিতেই পুলিশ এলাকার ৮ জনকে আটক করেছে।

আরও পড়ুন: Sankar Ghosh: রাজ্যে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট শঙ্কর ঘোষের!

আরও পড়ুন: Jalpaiguri ASHA worker Harassment: পাহাড়ি রাস্তায় যন্ত্রণায় ছটফট করছিলেন আশাকর্মী, পুলিশ উদ্ধার করার পর জানা গেল জঘন্য ঘটনার কথা