Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: তৃণমূল ধর তো বলিনি, এত গায়ে লাগছে কেন?: সেলিম

CPIM: দুর্নীতি নিয়ে এদিন সভা থেকে সরব হন মহম্মদ সেলিম ও মীনাক্ষী। শাসক দলের পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করে বাম নেতৃত্ব।

CPIM: তৃণমূল ধর তো বলিনি, এত গায়ে লাগছে কেন?: সেলিম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 9:20 PM

মালদহ: ‘চোর ধর, জেল ভর’, স্লোগান তুলে সাম্প্রতিক সময়ে একাধিকবার রাস্তায় নেমেচে সিপিএম। এবার সেই স্লোগানের সূত্র ধরেই তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মালদহের সভা থেকে দুর্নীতি ইস্যুতে ফের একবার তৃণমূলকে একহাত নিলেন তিনি। একই মঞ্চে এদিন বক্তব্য রাখেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। পঞ্চায়েতের আগে শাসক দলকে কোনঠাসা করতে এদিন দুর্নীতি-অস্ত্রকেই হাতিয়ার করে বাম নেতৃত্ব।

সোমবার ওই সভায় সেলিম বলেন, ‘আমরা বলেছি, চোর ধর, জেল ভর। আমরা তো বলিনি তৃণমূল ধর। তাহলে তৃণমূলের এত গায়ে লাগছে কেন? তাহলে তৃণমূলই বলে দিচ্ছে, ওরা চোর!’ তাঁর দাবি, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, যেখানেই নিয়োগ হয়েছে, সেখানেই দুর্নীতি হয়েছে।

এদিন সভা শেষে সেলিম বলেন, ‘দুর্নীতিবাজদের মানুষ গাছে বেঁধে রাখবে।’ তাঁর কথায়, মানুষের ওপর ছেড়ে দিলেন মানুষ, মানুষের মতোই ব্যবহার করবে। এদিন সভাস্থলে মানুষের ভিড় দেখে আত্মবিশ্বাসী বামেরা। সেলিমের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই এ রাজ্যে বিজেপির এত বাড়বাড়ন্ত। সেলিম আরও বলেন, ‘অনুব্রত এবং পার্থ এখন জেলে। ভবিষ্যতে অনেকেই যাবেন।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতেও ছাড়েননি সেলিম। ‘হাটের পকেটমার’রা নেতা হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেন মীনাক্ষীর।

যে বামেদের বিধানসভায় প্রাপ্তি ছিল শূন্য, এবার পঞ্চায়েতে সেই বামেদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সেই লড়াইতে এই সভা বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ সংগঠনের রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মশালায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়।

এদিন তৃণমূল এবং বিজেপিকে কার্যত সমান ভাবে আক্রমণ করেন বাম নেতারা। দুর্নীতি থেকে শুরু করে কর্মসংস্থান,সাম্প্রদায়িক রাজনীতি সহ বিভিন্ন ইস্যুতে সরব হন সেলিম এবং মীনাক্ষী।